Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ঈদের নামাজ ঈদগাহে হবে না, জানিয়ে দিলেন ইসলাম ধর্মীয় নেতারা
22 জুলাইঃ আসন্ন ঈদুজ্জোহার সমবেত নামাজ করিমগঞ্জের ঈদগাহগুলিতে হবে না। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ বুধবার জেলা প্রশাসনকে একথা জানিয়ে দেন। এ দিন অতিরিক্ত জেলাশাসক নিসার্গ হিভারের পৌরোহিত্যে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তা এবং ইসলামি সংগঠনগুলির নেতৃবৃন্দ এক সভায় মিলিত হন। সেখানে তাঁরা জানান, কোভিড বিধি মেনে তাঁরা ঈদুজ্জোহা পালন করবেন। প্রশাসনের পক্ষ থেকেও তাঁদের জানানো হয়, কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে কর্তৃত্বপ্রাপ্ত পুলিশ ছাড়া অন্য কেউ ক্যাশ মেমো দেখতে চাইবেন না। এ ব্যাপারে কারও কোনও অভিযোগ থাকলে 100 নম্বরে ডায়াল করে জানাতে বলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিরঞ্জন নাথ জানান, উতসব উপলক্ষে শহর এলাকা সহ সব স্থানে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হচ্ছে। ফলে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সে দিনে শহরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে পরামর্শ দেন। সভা থেকে সকলের উদ্দেশে অনুরোধ জানানো হয়, তাঁরা য়েন কোরবানির পশুর বর্জ্য মাটির নীচে পুঁতে রাখেন। বদরপুরের বিধায়ক জামালউদ্দিন আহমেদও প্রয়োজনীয় পরামর্শ দেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন হবিবুর রহমান চৌধুরী, আজিজ তালুকদার, রশিদ আহমেদ প্রমুখ।