Barak Updates
করিমগঞ্জে ইয়াসির বরাক ধামাইল উৎসব
ওয়েটুবরাক, ১৫ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার করিমগঞ্জে শুরু হল বরাক ধামাইল উৎসব ২০২৪। ‘বরাক সংস্কৃতিপ্রেমী মঞ্চ’-এর সহযোগিতায়, জেলা গ্রন্থাগারে অনুষ্ঠানটির আয়োজন করে ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)’৷ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন করিমগঞ্জ পৌরসভা বোর্ডের চেয়ারম্যান রবীন্দ্র দেব, সমাজসেবী অভিজিৎ দেব লস্কর, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, অধ্যাপক সঞ্জয় কুমার শীল, নীলাঞ্জন দে, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস চন্দ্র দেব, আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা রসরাজ দাস এবং ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায়।
বিভিন্ন দলের মধ্যে নৃত্যালয় ড্যান্স একাডেমি প্রথম, নৃত্য সঙ্গম দ্বিতীয় এবং নূপুর নৃত্যালয় তৃতীয় স্থান অর্জন করে৷ তারা আগামী ২৫ ফেব্রুয়ারি শিলচরে মেগা ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পেল। ফাইনালের জন্য আরও দুটি গ্রুপ ‘উইং ফর ইয়ুথ’ এবং ‘বীণাপানি ধামাইল গ্রুপ’কে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ দেওয়া হয়। ইয়াসি চেংকুরী কমিটির স্পনসরশিপে প্রথম তিন স্থান অধিকারী প্রত্যেককে একটি করে ট্রফি প্রদান করা হয়, সঙ্গে সার্টিফিকেট।
প্রখ্যাত সাংস্কৃতিক কর্মী এবং নাট্যকার আশিস পুরকায়স্থ তাঁর অসামান্য পরিষেবার জন্য আয়োজকদের দ্বারা সংবর্ধিত হন৷ শিপ্রা পুরকায়স্থ ধামাইল প্রতিযোগিতার বিচারক ছিলেন এবং তাকেও সম্মানিত করা হয়৷ আয়োজকরা মর্যাদাপূর্ণ ইভেন্টের সহযোগী অংশীদার হওয়ার জন্য করিমগঞ্জের নেতাজি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন।
বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। সকল বক্তা ধামাইলকে এভাবে প্রচার করার জন্য আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন। ‘মেগা ইভেন্টের’ পরবর্তী অধ্যায়টি হাইলাকান্দিতে আগামী রবিবার, রবীন্দ্র ভবনে৷