Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের হাওয়ালা ব্যবসায়ী ৫ দিনের রিমান্ডে
ওয়েটুবরাক, ৯ জুলাই : অবশেষে ধরা পড়লেন করিমগঞ্জের হাওয়ালা কেলেঙ্কারির বড়কর্তা তথা হুন্ডি ব্যবসায়ী অজয় পাল৷ গতকাল বৃহস্পতিবার আদালতে তুলে ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে৷ পুলিশের আশা, তাকে জিজ্ঞাসাবাদ করে বহু গোপন তথ্য জানা যাবে৷
গত ২৪ জুন গোপন সূত্রে খবর পেয়ে করিমগঞ্জ পুলিশ অজয় পালের বাড়িতে হানা দেয়৷ উদ্ধার করে ১০ লক্ষ টাকা এবং প্রায় এক কিলোগ্রাম সোনা৷ কিন্তু অজয়কে পাওয়া যায়নি৷ সে দিন থেকেই ফেরার ছিলেন তিনি৷ তার স্ত্রীকেও থানায় আটকে রেখে তার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করা হয়৷ কিন্তু ধরা দেননি অজয়৷ এর মধ্যে বুধবার রাতে তিনি এক বাইকে শহরে বেরিয়েছিলেন৷ পুলিশের নজরে পড়ে যান৷ রাইমণি পাঠশালার সামনে তাকে আটকে গ্রেফতার করা হয়৷ এর আগেই অবশ্য বদরপুর থেকে গ্রেফতার করা হয়েছে হাওয়ালা কাণ্ডে জড়িত বদরপুরের ব্যবসায়ী সাব্বির আহমেদ ও তার কর্মচারী নজরুল ইসলামকে৷ তাদের কাছ থেকে ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল৷ অভিযোগ, বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে হাওয়ালার মাধ্যমে অবৈধ লেনদেন করেন তারা৷