Barak UpdatesCulture
কবিগুরুর প্রয়াণ দিবস পালন করল শিলচর ইয়ুথ কয়্যার
ওয়ে টু বরাক, ৮ আগস্ট : বুধবার, ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল শিলচর ইয়ুথ কয়্যারের কার্যালয়ে। সন্ধ্যা ৬টা থেকে রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্রপাঠ, পুষ্পপ্রদানের মধ্যদিয়ে কবিকে স্মরণ করা হয়৷ এদিন গানে গানে কবিগুরুকে স্মরণ করেন শিলচর ইয়ুথ কয়্যারের সঙ্গীত শিল্পী অপর্ণা বৈদ্য, অনন্যা ভট্টাচার্য, অভিষেক পাল,ঝুমা চৌধুরী,সমর দেব, ইক্সিতা দত্ত, শংকর বিশ্বাস প্রমুখ।
শিল্পীদের সাথে তবলায় সহযোগিতা করেন সন্তোষ চন্দ এবং পারকাশনে তপশ্রী দত্ত। অনুষ্ঠানের ফাঁকে কবিগুরুর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন শিলচর ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক সন্তোষ চন্দ, শংকর বিশ্বাস এবং তপশ্রী দত্ত।