Barak UpdatesHappeningsBreaking News
এস এস কলেজে শুরু দুই দিবসীয় জাতীয় সেমিনার
রিসেন্ট ট্রেন্ডস ইন বেসিক সায়েন্স রিসার্চেস ইন নর্থ ইস্ট ইন্ডিয়া
ওয়েটুবরাক, ২৪ ফেব্রুয়ারি: আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার ব্যবস্থাপনায় এবং আসাম বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ কাউন্সিলের অর্থানুকূল্যে এবং এসএস কলেজের টিচার্স কাউন্সিল ও আইকিউএসি সেলের সহযোগিতায় সোমবার থেকে হাইলাকান্দি এসএস কলেজে শুরু হয় দুই দিবসীয় জাতীয় স্তরের সেমিনার। শীর্ষক ঃ ‘রিসেন্ট ট্রেন্ডস ইন বেসিক সায়েন্স রিসার্চেস ইন নর্থ ইস্ট ইন্ডিয়া ‘।
এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী সভায় পৌরোহিত্য করেন এসএস কলেজের অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার সহকারী কমিশনার নম্রতা সাহু৷ স্বাগত বক্তব্য রাখেন সেমিনার কনভেনার ডঃ তাজউদ্দিন খান৷ আসাম বিজ্ঞান সমিতির জেলা সম্পাদক ডঃ রূপম সেনও তাঁর বক্তৃতায় সবাইকে স্বাগত জানান। এছাড়াও বক্তব্য রাখেন আইকিউএসি সেলের কোর্ডিনেটর দেবদত্ত চক্রবর্তী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদ্বয় ডঃ হরজিৎ নাথ ও ডঃ রতন দাস এবং মুখ্য অতিথি নম্রতা সাহু। ধন্যবাদ জানান ডঃ পিনাকপানি নাথচৌধুরী।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডঃ গোলাব নন্দী। সেমিনারে প্রায় চল্লিশজন গবেষক তাদের পেপার জমা করেছেন, ওইগুলি নিয়েই দুই দিন আলোচনা হবে।