Barak UpdatesHappeningsBreaking News
এমএসএমই’র সচেতনতা শিবির সোনাইর চন্দ্রগিরি ক্লাবে
ওয়েটুবরাক, ১৭ নভেম্বর : ভারত সরকারের এমএসএমই’র ব্যবস্থাপনায় ও সোনাইর নব প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় চন্দ্রগিরি ক্লাবে উদ্যোগীকরণের উপর গত বৃহস্পতিবার একদিবসীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেঙ্গালুরুর সাইসন কোম্পানির সিনিওর এসোসিয়েট শৌভিক দাস, মাধবচন্দ্র দাস কলেজের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. নবেন্দু বণিক, অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর, এমএসএমই’র অ্যাসিটেন্ট ডিরেক্টর এম দত্ত, ডিআইসির এক্সটেনশন অফিসার দীপায়ন বোস ও ডিস্টিক্ট এন্টারপ্রাইস ডেভেলাপমেন্ট কোঅডিনেটর, এপার্ট-এর সেলিম উদ্দিন বড়ভূইয়া।
শিবিরের দ্বিতীয় পর্বে সরকারি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এম দত্ত, দীপায়ন বোস ও সেলিম উদ্দিন বড়ভূইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার পক্ষে এম দত্ত।
চন্দ্রগিরি ক্লাবের মুখ্য উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল মতিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তাই উদ্যোক্তাদের নিজস্ব প্রচেষ্টার উপর জোর দেন। শৌভিক দাস বলেন, উদ্যোক্তাদের তিনটি কথা মনে রাখতে হবে, যে কাজ করবে সে কাজে তার জ্ঞান থাকতে হবে, অর্থের যোগান থাকতে হবে এবং ত্যাগের মানসিকতা থাকতে হবে। অধ্যাপক ড. বণিক উদ্যোগ নিতে গেলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, সে কথা বিস্তারিত তুলে ধরেন।
দীপায়ন বোস ডিআইসি’র মাধ্যমে যে সব সুয়োগ সুবিধা রয়েছে, তা বিস্তারিতভাবে তুলে ধরেন। দত্তবাবু এমএসএমইতে কী ধরনের সুয়োগ সুবিধা আছে সে সম্পর্কে সবাইকে অবহিত করান এবং সবাইকে সুয়োগ নিতে বলেন। ড. মতিন ও মিস্টার সেলিম সার্বিক উন্নযনে উদ্যোগীদের কোন ধরনের পদক্ষেপ নিতে হবে সেটা তুলে ধরেন। উদ্যোক্তাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেন রিসোর্সপার্সনরা। অন্যান্যদের মধ্যে প্রশ্ন করেন কণিকা দে, মাহাজ আহমেদ, লিলিমা বেগম, সুমিতা দাস, ঝরিনা বেগম সহ আরও অনেকে। প্রায় শতধিক উদ্যোক্তাদের উপস্থিতিতে অনুষ্টান সফল হয়ে ওঠে। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর।