NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

এবিভিপি-র ধরনা, রেজিস্ট্রারের আশ্বাস, বিভিন্ন সেমিস্টারে ভর্তি ফি কমবে ৩০ শতাংশ

১৭ ডিসেম্বর: বিভিন্ন সেমিস্টারে ভর্তি ফি হ্রাস, ভর্তির সময়সীমা বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল শুরু করা সহ বেশকিছু দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহস্পতিবার উপাচার্যের অফিসের সামনে ধরনা দেয়৷ একঘণ্টা ধরনা চলার পর রেজিস্ট্রার পিকে নাথ তাঁদের সঙ্গে আলোচনায় বসেন৷ তাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷

বিদ্যার্থী পরিষদের আসাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে রেজিস্ট্রারকে উদ্ধৃত করে জানানো হয়েছে, বিভিন্ন সেমিস্টারে ভর্তি ফি ৩০ শতাংশ কমানো হবে৷ ফি নেওয়া হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত৷ অষ্টাদশ সমাবর্তনের বিস্তারিত সূচি জানিয়ে শীঘ্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷ তাতে কোন বিভাগের ছাত্ররা কবে আসবেন, এর উল্লেখ থাকবে৷

বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের এখন বিশ্ববিদ্যালয়ে যেতে হয়৷ যাতায়াতে তাদের বড় মুশকিলে পড়তে হয়৷ তাই বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানায় এবিভিপি৷ রেজিস্ট্রার তাদের বলেন, সোমবার থেকে শিলচর থেকে চারটি এবং হাইলাকান্দি থেকে একটি করে বাস ছাত্রদের জন্য চালানো হবে। করিমগঞ্জ থেকেও একটি বাস চালানোর চেষ্টা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker