India & World UpdatesAnalyticsBreaking News
এনজিওকেও লাগানো হোক টিকাদানে, পরামর্শ মোদির
২৭ জুন : দেশের টিকাদান কর্মসূচিতে আরও গতি আনার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে তিনি টিকাদান কর্মসূচিতে এ বার এনজিওগুলোকে কাজে লাগানোর পরামর্শ দিলেন। শনিবার সন্ধ্যায় দেশের করোনা ভাইরাস মহামারির পরিস্থিতি পর্যালোচনা করতে বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন তিনি। এই বৈঠকে অবশ্য তিনি টিকাদানের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এই বৈঠকেই জানানো হয়েছে, গত ছয় দিনে ৩.৭৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। যা মালয়েশিয়া, সৌদি আরব এবং কানাডার মতো দেশগুলির সমগ্র জনসংখ্যার থেকেও বেশি। কিন্তু তারপরেও জনসংখ্যার শতাংশ হিসেবে ভ্যাকসিন দেওয়ার পরিমাণ যথেষ্ট কম। এখনও পর্যন্ত দেশের ১২৮টি জেলায় ৪৫ ঊর্ধ্ব বয়সী জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুকে টিকা দেওয়া হয়েছে। আর ১৬টি জেলায় ৪৫ ঊর্ধ্বরা শতকরা ৯০ শতাংশ করোনার টিকা পেয়ে গিয়েছেন। স্বাস্থ্যকর্মী, অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে টিকাকরণেরও হিসাবও দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।
টিকাদানের গতি আরও বাড়ানো যায় কি না সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন এনজিও এবং বেসরকারি সংস্থাগুলোকেও টিকাদানের গতি বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। তিনি কেন্দ্রের আধিকারিকদের বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছেন।