Barak Updates
এনআরসি : শিলচরে মিছিল বিক্ষোভ দেখাল এবিভিপি
২২ আগস্ট : শুদ্ধ ও বিদেশিমুক্ত নাগরিকপঞ্জির দাবিতে আওয়াজ তুলল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এর প্রেক্ষিতে বুধবার শহর শিলচরে এক বিক্ষোভ মিছিল বের করে সংগঠন। মূলত, রাজ্য পর্যায়ের কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখেই এই বিক্ষোভ। পরিষদের কাছাড় জেলা কমিটির তৎপরতায় বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারা অংশ নেয় এতে। বিদেশিমুক্ত নাগরিকপঞ্জির দাবি তোলেন তাঁরা।
এর আগে বিদ্যার্থী পরিষদের রাঙ্গিরখাড়ির কার্যালয় থেকে বের হয় মিছিল। পরে শহরের প্রধান সড়ক ঘুরে জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে হয় জমায়েত। শেষে ছাত্র সংগঠনের এক প্রতিনিধি দল জেলায় এনআরসির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করেন। তাঁর মাধ্যমে এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলার উদ্দেশে একটি স্মারকপত্র পেশ করা হয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। এতে সাফ জানিয়ে দেওয়া হয়, অনুপ্রবেশকারীদের নাম সংযোজন, প্রকৃত ভারতীয়দের নাম বাদ পড়া এসব বরদাস্ত করা হবে না। অসঙ্গতি পূর্ণ এনআরসি হলে তীব্র আন্দোলন গড়ে তুলবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।