Barak Updates
এনআরসি-ডি ভোটারঃ খতিয়ে দেখতে সোমবার বরাকে আসছেন মুখ্যসচিব
এনআরসির কাজ চলাকালে বরাক উপত্যকায় ব্যাপক হারে ডি ভোটারের নোটিশ দেওয়া হচ্ছে। তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নর্থ-ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কো-অর্ডিনেশন কমিটি (নেলেক) মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গত সপ্তাহে এই অভিযোগ জানিয়েছেন। ওই প্রেক্ষিতেই আগামী সোমবার মুখ্যসচিব অলোক কুমারের নেতৃত্বে একটি বড়সড় টিম বরাক উপত্যকায় আসছে। তারা বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রকৃত অবস্থা বোঝার চেষ্টা করবেন। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁরা বরাক সফরে আসছেন। ফিরে গিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবেন। সে অনুযায়ী রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এর আগেই অবশ্য মুখ্যমন্ত্রী নেলেক প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন, এখন কাউকে নতুন করে ডি ভোটার নোটিশ দেওয়ার কথা নয়। তিনি সঙ্গে সঙ্গে কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রৌশনের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সতর্ক করে দেন।