India & World UpdatesHappenings
এনআরসি চূড়ান্ত হয়নি, তবু নাম বাদ দিতে বললেন কো-অর্ডিনেটর
১৪ অক্টোবর: এনআরসি এখনও চূড়ান্ত হয়নি৷ না রেজিস্ট্রার জেনারেল একে গ্রহণ করেছেন, না রাজ্য সরকার একে মান্যতা দিয়েছে৷ আর এই এনআরসি থেকেই ‘অবৈধ নাগরিক’দের নাম বাদ দিতে জেলাশাসকদের চিঠি পাঠালেন এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা। গত বছরের আগস্টে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়৷ ১৯ লক্ষ ৬ হাজার মানুষের নাম বাদ পড়ে।
হিতেশ দেব শর্মা জেলাশাসক তথা ডিআরসিআরদের বলেন, এনআরসির তালিকায় অনেক অবৈধ নাগরিকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। অনেকের মামলা ঝুলছে ফরেনার্স ট্রাইবুনালে। অনেকে আবার ঘোষিত বিদেশিদের ছেলেমেয়ে। অবিলম্বে সেই সব ব্যক্তিকে খুঁজে বের করে স্পিকিং অর্ডার দিতে হবে ও তাদের নাম এনআরসি থেকে বাদ দিতে হবে। এনআরসিতে থাকা অবৈধ ব্যক্তিদের তালিকা তৈরি করে অবিলম্বে জমা দিতে তাঁদের বলেছেন তিনি।