NE UpdatesAnalyticsBreaking News
এক মাস পিছিয়ে মাধ্যমিক মার্চের মাঝামাঝি
২৯ অক্টোবর : অন্যবারের তুলনায় এ বার এক মাস দেরিতে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি নয়, এ বছর মাধ্যমিক শুরু হবে মার্চের মাঝামাঝি। আসাম মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ সেবার চেয়ারম্যান আর সি জৈন জানান, বর্তমান করোনা মহামারির জন্য মাধ্যমিকের সিলেবাস থেকে ৩০ শতাংশ কোর্স কমিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা মার্চের মাঝামাঝি আপাতত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সবকিছুই নির্ভর করবে ওই সময় রাজ্যের করোনা পরিস্থিতির ওপর।
তিনি আরও বলেন, কোভিড পরিস্থিতি ও লকডাউনের ফলে এ বছর অনেক বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। এ বিষয়টি মাথায় রেখেই এ বছর পরীক্ষা আগের নির্ধারিত সময় থেকে এক মাস পিছিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এ বছর মাধ্যমিক পরীক্ষায় আরও নতুন ১৮টি সেন্টার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার জন্য পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়েই এই সেন্টারগুলো চালু করা হবে বলে তিনি ইঙ্গিত দেন। তাঁর কথায়, রাজ্যের বিভিন্ন জোনে এই পরীক্ষা কেন্দ্রগুলো স্থাপন করা হবে।
সেবার পক্ষ থেকে এও জানিয়ে দেওয়া হয় যে, এ বছরও আগের বারের মতোই সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উত্তরপত্র ডিজিটাল টেকনোলজির মাধ্যমে পরীক্ষা করা হবে বলেও সেবার পক্ষ থেকে জানানো হয়েছে।