Barak UpdatesHappenings
এক্সপ্লোরিং নেতাজি সুভাষ চন্দ্র বসু : জনতা কলেজে বক্তব্য অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ২৫ জানুয়ারি : ভারতীয় ইতিহাস সংকলন সমিতির কাছাড় জেলা কমিটি ও কাবুগঞ্জ জনতা কলেজের ইংরাজি বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার জনতা কলেজের কনফারেন্স হলে এক বিশেষ বক্তব্য অনুষ্ঠান আয়োজিত হয়। বিষয় ছিল “এক্সপ্লোরিং নেতাজি সুভাষ চন্দ্র বসু” । অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান, অধ্যাপিকা সুপর্ণা রায় এবং করিমগঞ্জ রবীন্দ্রসদন গার্লস কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ডঃ নীলাঞ্জন দে।
প্রদীপ প্রজ্বলন ও দীপ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ভারতীয় ইতিহাস সংকলন সমিতির কাছাড় জেলা কমিটির সভানেত্রী সুপর্ণা রায় বক্তব্য রাখতে গিয়ে নেতাজির ব্যক্তিত্ব সহ জীবনের বিভিন্ন দিক ও কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দে ইতিহাসের পাতায় নেতাজির যেসব বিষয়গুলি উঠে আসেনি, সেসব তুলে ধরার প্রয়াস করেন। তাদের দুজনের বক্তব্যেই অনেক অজানা ও অব্যক্ত তথ্য সামনে আসে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা গায়ত্রী সিংহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনুপ কুমার দে, কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ স্বপন শুক্লবৈদ্য, জনতা কলেজের ডঃ রাখি দাস, সোমা ভট্টাচার্য সহ অন্যান্যরা। জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস পালিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ও বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ মুন্নি দেব মজুমদার।