Barak UpdatesHappeningsCultureBreaking News
একাদশ শিল্পীর কণ্ঠে ‘শোনো ডাকে ঐ একাদশ শহিদেরা ভাই’-র অর্ডিও রেকর্ডিং, উদ্বোধন
ওয়েটুবরাক, ১৬ মে : ঐতিহাসিক ভাষা শহিদের গান ‘শোনো ডাকে ঐ একাদশ শহিদেরা ভাই’ এর মাধ্যমে বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষ স্মরণ করেন উনিশকে। ১৯৬১ সালে ১৯-শে মে-র সেই হত্যালীলার দু-দিন পর অর্থাৎ ২১ মে শিলচরের মাঠ-ঘাট, আকাশ-বাতাস, জনপদ প্রথম শোনেছিল ভাষা শহিদের গান৷ এর পর থেকে প্রতি বছর ১৯শে মে এই গান দিয়েই এগারো শহিদকে স্মরণ করেন বরাকের জনগণ সহ ভাষা প্রেমী মানুষ ৷ এগারো শহিদকে শ্রদ্ধা জানাতে এ বার শিলচর ইয়ুথ কয়্যারের উদ্যোগে এগারো জন শিল্পী গৌতম সিংহ, সন্তোষ চন্দ, রজত ঘোষ, শিবশংকর ধর, নীলাঞ্জন পাল, সমর দেব, চায়না সোম, বাপি রায়, চৈতালি পাল, মহুয়া নাগ এবং নন্দিতা ভট্টাচার্য ‘শোনো ডাকে ঐ একাদশ শহিদেরা ভাই’ ঐতিহাসিক গানটি সমবেত কণ্ঠে অডিও রেকর্ডিং করে রাখলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
এই ভাষা শহিদ গানের অডিও রেকর্ডিং-এর সঙ্গীতায়োজনে ছিলেন হৃষিকেশ চক্রবর্তী। শব্দগ্রহণ ও সম্পাদনা করেন স্টুডিও ইউডিকনস-র অভিজিৎ দেব৷ সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় শিলচর ইয়ুথ কয়্যারের সম্পাদক সন্তোষ চন্দ। ১৫ মে সন্ধ্যা ৭টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে গান চালিয়ে উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও সংস্কৃতি কর্মী গোরা চক্রবর্তী ৷ শহিদের গান উদ্বোধনের পর স্বর্ণালি চৌধুরী বলেন, ভাষা শহিদের ঐতিহাসিক এই গান ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ৷