NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
উত্তর-পূর্বে বাঙালি নির্যাতন, শিলচরে আমরা বাঙালির ধর্না
১০ ডিসেম্বরঃ উত্তর-পূর্ব জুড়ে বাঙালিরা নির্যাতিত হচ্ছে। ত্রিপুরায় পুলিশের গুলিতে শ্রীকান্ত দাস মারা গিয়েছেন। মিজোরামে পুলিশ হেফাজতে দিলোয়ার হোসেনকে প্রাণ হারাতে হয়েছে। আসামে নাগরিক পঞ্জির নামে হয়রানি চলছে। মেঘালয়েও নির্যাতনের দরুন বাঙালিদের একাংশ বাড়িছাড়া। এই সব ঘটনার প্রতিবাদে আমরা বাঙালির পক্ষ থেকে বৃহস্পতিবার শিলচরে শহিদ ক্ষুদিরাম পাদদেশে ধর্না সংগঠিত হয়।
বিভিন্ন জায়গা থেকে সংগঠনের নেতা-কর্মীরা এই প্রতিবাদে সামিল হন। তাদের কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধর্নায় সামিল হন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভুইয়া, খাদি বোর্ডের প্রাক্তন উত্তর-পূর্ব চেয়ারম্যান শরিফুজ্জামান লস্কর, কবি অতীন দাশ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর, অবিসা-র মুখ্য আহ্বায়ক বাহারুল ইসলাম বড়ভুইয়া, ইয়াসি-র দিলীপ সিং প্রমুখ। ধর্নায় সামিল ছিলেন ইউডিএফ এবং আপের প্রতিনিধিরাও।
আমরা বাঙালির রাজ্য সচিব সাধন পুরকায়্স্থ বলেন, বাঙালির ওপর নির্যাতনের মাত্রা নিত্য বাড়ছে। নানা জায়গায় নানা নমুনায় হয়রানি হচ্ছে। আর এমন এক ধারণা তৈরি করা হচ্ছে যে, বাঙালি মানেই বাংলাদেশি, বিদেশি। অথচ সুদীর্ঘকাল ধরে বঙ্গভাষীরা এই অঞ্চলে বসবাস করছেন। ত্রিপুরা, আসাম, মেঘালয় প্রভৃতি রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে এবং এখনও করছে। বিশেষভাবে, ত্রিপুরার কথা উল্লেখ করেন তিনি। বলেন, ত্রিপুরা সরকার মিজোরামের বিতাড়িত রিয়াংদের পুনর্বাসনের নামে অহেতুক অশান্তি ডেকে এনেছে। এ ব্যাপারে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে আমরা বাঙালির পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হয়।