NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
উত্তর-পূর্বের বিশিষ্ট জীববিজ্ঞানী অধ্যাপক সুদীপ দে প্রয়াত
ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জীববিজ্ঞানী, উত্তর-পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড° সুদীপ দে গত রবিবার (২০ ফেব্রুয়ারি) গুয়াহাটিতে চিকিৎসারত অবস্থায় প্রয়াত হয়েছেন। মৃত্যু কালে বয়স ছিল ৬৬ বছর। রেখে গেছেন স্ত্রী, একমাত্র আইনজীবী পুত্র, পুত্রবধূ, এক নাতনি, দুইভাই সহ পরিবারের সদস্য ও বহু প্রিয় গবেষক ছাত্রছাত্রীদের।
জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে তাঁর শতাধিক গবেষণালব্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে। ইলেকট্রন মাইক্রস্কপ সহযোগে পরীক্ষা ভিত্তিক বৈজ্ঞানিক গবেষণায় তিনি এক নতুন পদ্ধতির উন্মোচন করেন, যা সারা বিশ্বে প্রশংসা লাভ করে। তিনি লন্ডনের রয়্যাল সোসাইটি অব মাইক্রোস্কোপির ফেলো হওয়ার সম্মান লাভ করেন। তাঁর বহু গবেষক ছাত্র বিভিন্ন দেশে কাজ করে চলেছেন।
তিনি অত্যন্ত স্বল্পভাষী, অমায়িক ও স্পষ্টবাদী বিজ্ঞানী শিক্ষক ও মার্গদর্শক রূপে সুনাম অর্জন করেছেন। কারেন্সি নোট ( কাগজে ছাপা টাকা) বিভিন্ন মানুষের হাত বদলে নানা কঠিন রোগ ছড়ানোর বিষয়ে তিনি তাঁর গবেষণালব্ধ ফলাফল নানা বক্তৃতার মাধ্যমে তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি করেন।