Barak UpdatesHappeningsBreaking News

উত্তর-পূর্বের প্রথম কারগিল বিজয় স্মারক শিলচরে, কর্নেলের হাত ধরে উদ্বোধন

ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি: শিলচর তারাপুরের ইঅ্যান্ডডি মুখে নির্মিত হল ‘কারগিল বিজয় স্মারক’৷ কারগিল জয়ে সেনাবাহিনীর পরাক্রম ও শৌর্যকে স্মরণে রেখে এই ভাস্কর্য তৈরির উদ্যোগ বলে জানিয়েছেন বিধায়ক দিলীপকুমার পাল৷  আজ রবিবার আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন সেনাবাহিনীর মাসিমপুর স্টেশনের কমান্ড্যান্ট কর্নেল পঙ্কজ যাদব, শহিদ জওয়ান নন্দচাঁদ সিংহের মা বৃন্দা দেবী ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাম ভরত৷ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বর্তমান সাংসদ ডা. রাজদীপ রায়, জেলাশাসক কীর্তি জল্লি, ডিআইজি দিলীপকুমার দে, পুলিশ সুপার বিএল মিনা, আরএসএস প্রচারক জ্যোৎস্নাময় চক্রবর্তী এবং ভিএইচপি প্রচারক পূর্ণচন্দ্র মণ্ডল৷ এনআইটির অধ্যাপক ড. অসীমকুমার দে এবং ভাস্কর ড. স্বপন পালও মঞ্চে উপস্থিত ছিলেন৷

শিলচরের সাংসদ রাজদীপ রায় জানান, উত্তর-পূর্বে এই প্রথম কারগিল বিজয় স্মারক নির্মিত হল৷ ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই স্মারক নির্মিত হয়েছে৷ দিলীপবাবু জানান, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মিলেছে ১০ লক্ষ টাকা৷ তাঁর নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে দিয়েছেন বাকি ৭ লক্ষ৷ ভাস্কর স্বপন পাল জানালেন, স্মারকটি ফাইবার নির্মিত৷ এটি শেষ করতে সময় লেগেছে সাত মাস৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker