Barak UpdatesHappeningsBreaking News
উজ্জ্বলা, স্পর্শ, শ্মশান : নানা কর্মসূচি লায়ন্স-লিও শিলচর গ্রেটারের
ওয়েটুবরাক, ৩০ অক্টোবর : কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং তাদের যুব শাখা লিও ক্লাব অব শিলচর গ্রেটার।মঙ্গলবার পুরো দিন তারা সমাজসেবামূলক কাজের মাধ্যমে কাটান। প্রথমে তারা ‘স্পর্শ’ নামের পশুসংস্থার কিছু আশ্রিত কুকুরদের খাবার দেন এবং স্পর্শ-এর সদস্যদের সঙ্গে পশুদের বিভিন্ন ধরনের সুবিধা-অসুবিধার কথা আলোচনা করেন।
তারপর তারা শ্মশানের চণ্ডালদের নতুন বস্ত্র দান করেন। বলেন, সকলের শেষকৃত্য সম্পন্ন করলেও সমাজে এরা নানা দিক থেকে অবহেলিত৷ শেষে তাঁরা কেক কেটে এবং জলখাবার খাইয়ে দিনটি উজ্জ্বলা শেল্টার হোমের বাচ্চাদের সঙ্গে অতিবাহিত করেন। উল্লেখ্য দিনটি ছিল লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সহ-সভাপতি রিশব পুরকায়স্থ এর জন্মদিন। তাই সেদিনের সমস্ত কর্মসূচির ব্যয়ভার তিনিই বহন করেন।
লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২২ জি-এর রিজিওন চেয়ারপার্সন সব্যসাচী রুদ্র গুপ্ত, সভাপতি আনন্দ ঘোষ, সম্পাদিকা লাকি দাস, কমিউনিকেটিং অ্যান্ড মার্কেটিং চেয়ারপার্সন শিবম দাস। লিও ক্লাব অব শিলচর গ্রেটারের পক্ষ থেকে ছিলেন জোন চেয়ারপার্সন দেবস্মিতা বিশ্বাস, সভানেত্রী নেহা চক্রবর্তী, সহ-সভাপতি রিশব পুরকায়স্থ, সম্পাদিকা পর্ণশ্রী দাস, স্মিতা দে, শুভ চক্রবর্তী, সৌম্যজ্যোতি ভট্টাচার্য, পূরবী দাস ও মধুমিতা দাস।