Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজের বাংলা বিভাগে উন্মোচিত হল দেওয়াল পত্রিকা ‘আত্মজ’
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর : উইমেন্স কলেজ, শিলচরের বাংলা বিভাগের উদ্যোগে প্রকাশিত হল বিভাগীয় দেয়াল পত্রিকা “আত্মজ”। গত বছরের ন্যায় এবারও ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসের শুভক্ষণে প্রকাশিত হয় পত্রিকাটি। ফিতে কেটে পত্রিকাটির উন্মোচন করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সুতপা সিকদার। উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান ড. সুস্পিতা দাস, সহযোগী অধ্যাপক ড. সর্বাণী বিশ্বাস, বিভাগের অন্যান্য আংশিককালীন অধ্যাপক সহ কলেজ ছাত্রীরা।
বহমানকালে সমাজে নারী জাতির সাথে ঘটা নৃশংস ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সোচ্চার তাদের এই দেওয়াল পত্রিকা। তারা সামাজিক এই অরাজকতা প্রকাশ করতে পত্রিকাটি সজ্জিত করেন নানা সাংকেতিক চিহ্নের মাধ্যমে। কিছু অ-মানুষের বিকৃত মানসিকতার অন্তর্জাল যে ক্রমে গোটা সমাজকে গ্রাস করছে তার প্রতীক হিসেবে মাকড়শা ও তার জাল, নারীর সামাজিক অবস্থান বোঝাতে ভাঙা লাল চুড়ির ব্যবহার সহ ভাষার গুরুত্ব হারিয়ে ফেলাকে কালো কাগজে সাদা কালি ব্যবহারের মাধ্যমে তুলে ধরে ছাত্রীরা নিজেদের মননশীল কলাকৌশলীর সাক্ষর রেখেছে, রুচিসম্পন্ন লেখালেখির সাহায্যে “আত্মজ”-কে করে তুলেছে চিত্তগ্রাহী। উক্ত বিষয়কেন্দ্রিক ভাবনায় ছাত্রীদের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন আংশিককালীন অধ্যাপক দীপশিখা চন্দ।
বাংলা বিভাগ আয়োজিত অপর এক অনুষ্ঠানে বিভাগের সদ্য প্রাক্তন ৬ জন কৃতি ছাত্রীকে সংবর্ধিত করা হয়। এরই সাথে শিক্ষক দিবসের অঙ্গ হিসেবে আবৃত্তি, সঙ্গীত ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় ছাত্রীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়৷