Barak UpdatesHappeningsCultureBreaking News
ইফ গান্ধীঃ সিনেমা তৈরি করল ভাবীকাল
ওয়েটুবরাক, ১০ মার্চঃ লকডাউন বা এর পরবর্তী সময়ে অনেকদিন মঞ্চ উপস্থাপনা বন্ধ থাকলেও বসে থাকেনি ভাবীকাল। বরং নানাধরনের পরীক্ষামূলক কাজকর্মের মধ্য দিয়ে সৃষ্টিশীলতাকে অধিকতর এগিয়ে নিয়ে গিয়েছে। অনলাইনে বিভিন্ন কর্মসূচির মধ্যেই সংগঠনের সম্পাদক শান্তনু পাল তৈরি করে নিয়েছেন একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। ভূপেন মহাপাত্রের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘ইফ গান্ধী’। গত ৫ মার্চ গোলদীঘি মলে আনুষ্ঠানিকভাবে এর শুভমুক্তি ঘটে।
ভাবীকাল থিয়েটার গ্রুপের এই সিনেমা এখন অনলাইনে দেখা যাচ্ছে। সে জন্য গুগল প্লে স্টোর থেকে ‘মাই সিনেমাহল’ নামের অ্যাপ ডাউনলোড করতে হবে। নির্দেশক শান্তনু পাল একে ‘ফ্ল্যাগশিপ ট্রায়াল’ বলে উল্লেখ করেন। তিনি জানান, থিয়েটারে ৩৭ বছরের অভিজ্ঞতা হলেও ভাবীকাল এই প্রথম সিনেমা তৈরির পথে হাঁটল।