Barak UpdatesIndia & World UpdatesHappenings
ইটখলা ডেভেলপমেন্ট কমপ্লেক্সেও করোনার এনওসি
6 আগস্টঃ ইটখলার শিলচর ডেভেলপমেন্ট অথরিটি কমপ্লেক্স এলাকার কেউ করোনায় আক্রান্ত হলে বাড়িতেই থাকতে পারবেন। এলাকাবাসীর কারও কোনও আপত্তি থাকবে না। বৃহস্পতিবার এক সভায় মিলিত হয়ে কমপ্লেক্সের সবাই লিখিতভাবে এই সিদ্ধান্ত নেন। যিনিই আক্রান্ত হন না কেন, মেডিল্যান্ড হাসপাতালের চিকিতসক তনুঋতু চৌধুরী তাঁর স্বাস্থ্যের খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
ডা. চৌধুরী এলাকারই বাসিন্দা। শহরের অন্যান্য প্রতিষ্ঠিত চিকিতসকদের সঙ্গেও তাঁরা যোগাযোগ করেছেন। প্রয়োজনে তাঁদের পরামর্শও গ্রহণ করা যাবে। এ ছাড়া, প্রায় প্রত্যেক বাড়িতে নিজস্ব গাড়ি রয়েছে। সম্পূর্ণ পৃথকভাবে থাকার ব্যবস্থাও আছে সবার। ফলে তাঁরা মনে করেন, ডেভেলপমেন্ট কমপ্লেক্সের কেউ করোনায় আক্রান্ত হলে তারা বাড়িতেই থাকতে পারবেন।