India & World UpdatesHappeningsBreaking News
আয়ুষ্মান ভারতের কোটিতম হিতাধিকারী মেঘালয়ের পূজা থাপাকে টেলিফোন মোদির
২০ মে : দেশের অন্যতম জনস্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনার আওতায় সুবিধাপ্রাপকদের মধ্যে ১ কোটি তম হিতাধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার প্রধানমন্ত্রী মেঘালয়ের বাসিন্দা এক কোটি তম সুবিধাপ্রাপক পূজা থাপার সঙ্গে কথা বলেছেন। এই মহিলা দেশের এক সেনা সদস্যের স্ত্রী। এই বার্তালাপের সময় থাপা প্রধানমন্ত্রী মোদিকে এই প্রকল্প চালু করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেছেন, এই প্রকল্পের জন্যই তার বিনামূল্যে অস্ত্রোপচার সম্ভব হয়েছে, এমনকি তিনি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে পেয়েছেন।
প্রধানমন্ত্রী থাপার দ্রুত আরোগ্য কামনা করেন। এর পাশাপাশি এই প্রকল্পের ব্যাপারে তাঁর অভিজ্ঞতাও শোনেন। পরে বিভিন্ন টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, সমাজের গরিব ও পিছিয়ে পড়াদের সাহায্যে এই প্রকল্পটির বাস্তবায়নে চিকিৎসক ও নার্সদের অবদান উল্লেখ করার মতো। টুইট বার্তায় মোদি বলেছেন, ‘আয়ুষ্মান ভারত সুবিধাপ্রাপকের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যাওয়া প্রতিটি ভারতবাসীকে গর্বিত করবে। মাত্র দুবছরের কম সময়ের মধ্যে এই ইতিবাচক পদক্ষেপে বহু মানুষকে উপকৃত করেছে। আমি সব হিতাধিকারী ও তাদের পরিবারের সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। এর সঙ্গে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি।’