NE UpdatesHappeningsBreaking News
আসামে এনইপি মেনে চলতে রাজ্য সরকারের নতুন নির্দেশ
ওয়েটুবরাক, ৭ জুলাই : আসামে জাতীয় শিক্ষা নীতি চালু হয়েছে, রাজ্য সরকার শিক্ষকসমাজ সহ সংশ্লিষ্টদের সে কথা স্মরণ করিয়ে দিয়েছে৷ সেই নীতিকে অনুসরণ করে সরকার ঘোষণা করেছে, রাজ্যের সরকারি বা অধিগৃহীত কোনও স্কুল কর্তৃপক্ষ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুল চত্বর বা স্কুলের মাঠ বাইরের কোনও দল, সংগঠন বা ব্যক্তিকে ব্যবহার করতে দিতে পারবে না। স্কুলের কোনও ছাত্রছাত্রীকে ধর্না বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। কোনও দল-সংগঠন স্কুলকে কোনও আসবাব উপহার দিতে পারবে না।
বুধবার মন্ত্রিসভার বৈঠকেও জাতীয় শিক্ষা নীতি কঠোর ভাবে বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়৷ এ নিয়ে বৈঠকে কোনও সিদ্ধান্ত ঘোষণা না হলেও সরকার এর ঠিক পরেই জানিয়ে দিয়েছে, নতুন জাতীয় শিক্ষানীতি মেনে শিক্ষকরা সামাজিক মাধ্যমে কোনও আপত্তিজনক লেখা বা মন্তব্য পোস্ট করতে পারবেন না। প্রধান শিক্ষককে দৈনিক অন্তত ১টি করে ক্লাস নিতে হবে। কোনও স্কুলশিক্ষক প্রাইভট টিউশন করাতে পারবেন না। নিয়ম পালন না করা বা কর্তব্যে অবহেলায় প্রধান শিক্ষক কোনও শিক্ষককে সাসপেন্ড করতে পারবেন, তাঁর ছুটির অনুমোদন দেওয়ার ক্ষমতাও থাকবে।