Barak UpdatesHappeningsBreaking News

আর্য সংস্কৃতি বোধনি সমিতির বিজয়া সম্মেলন, শোকসভা

ওয়েটুবরাক, ২৮ অক্টোবর : গত মঙ্গলবার সন্ধ্যায় শিলচর আর্য ভবনে আর্য সংস্কৃতি বোধনি সমিতির ৪৪ বছর পূর্তি উৎসব উপলক্ষে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে সমিতির কাছাড় জেলা সভানেত্রী শিবানী চক্রবর্তী (কৃষ্ণা),  সমিতির শুভানুধ্যায়ী দিলীপ কুমার দেব, সদস্য বিশাল দাসের পিতা এবং নীলেন্দু চক্রবর্তীর মাতার স্মৃতির উদ্দেশ্যে শোকসভার আয়োজন করা হয়। দুটো ভাগে গোটা অনুষ্ঠান সাজানো হয়। শুরুতে বন্দেমাতরম সঙ্গীতের পর ১ মিনিট নীরবতার মধ্য দিয়ে তাঁদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত প্রত্যেকে। সমিতির দীর্ঘ বছরের কর্মকাণ্ড এবং স্বর্গীয় শিবানী চক্রবর্তীর জীবনের নানা দিক আলোচনা প্রসঙ্গে উঠে আসে বক্তাদের কথায়। তাঁর হাসি-খুশি অমায়িক ব্যবহার, সাংগঠনিক দক্ষতা, বিভিন্ন দিকের কর্মক্ষমতা ইত্যাদি গুণের কথা সবাই সমস্বরে বলেন। বক্তাদের মধ্যে ছিলেন মুখ্য সংযোজক গৌতম ভট্টাচার্য, কেন্দ্রীয় সম্পাদক বিপ্লব দেবনাথ, পান্না পাল, দিব্যেন্দু দেব ও দিব্যেন্দু কর৷ স্মৃতিচারণ করেন  তন্ময় দত্ত, অপরাজিতা ভট্টাচার্য, বিশ্বজিৎ সাহা, বিশ্বজিৎ ভট্টাচার্য, সমর্পিতা ভট্টাচার্য, দীপক পাল, বেদব্রত বিশ্বাস, সায়ন্তন ভট্টাচার্য, শিবাজী চক্রবর্তী, সিদ্ধার্থশঙ্কর চক্রবর্তী, মেঘা রায়, উজ্জ্বল ভট্টাচার্য, তপন রায়, শেফালী রায়, আরতি রায়, শিল্পী ভট্টাচার্য, পঞ্চমী নাথ, মৌসুমী কর, মোনালি গোস্বামী প্রমুখ।

অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন নিবেদিতা দাস ও শ্রেয়াংশী পাল। কবিতা পাঠে ছিলেন অরিন্দম চক্রবর্তী। পরিবেশিত হয় সমিতির শিল্পীদের সমবেত সঙ্গীতানুষ্ঠান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তারপর মিষ্টিমুখ করে একে অন্যের প্রতি বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker