India & World UpdatesHappeningsBreaking News
আগের তুলনায় অনেকটাই ভাল বুদ্ধদেব ভট্টাচার্য
৩১ মে : হাসপাতালে ভর্তি থাকলেও আগের থেকে এখন অনেকটাই ভাল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, সামান্য শ্বাসকষ্ট রয়েছে তাঁর। এক্স-রে রিপোর্টেও কোনও সমস্যা ধরা পড়েনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁর চিকিত্সার জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। সোমবার সকালে তরল খাবার খেয়েছেন বুদ্ধদেববাবু। তাঁর রক্তে গ্লুকোজের মাত্রা আপাতত নিয়ন্ত্রণে। সচেতন রয়েছেন, কথাবার্তাও বলছেন তিনি। বর্তমানে তাঁর রক্তে অক্সিজেনের পরিমাণ ৯৬ শতাংশ। ফলে কমেছে কৃত্রিম অক্সিজেনের চাহিদা। রক্তচাপও অনেকটাই স্বাভাবিক। প্রস্রাবেও কোনও সমস্যা নেই। ইতিমধ্যে তাঁর রেমডেভিসিরের কোর্স শেষ হয়েছে। সবমিলিয়ে আগের তুলনায় ভাল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৮ মে করোনায় আক্রান্ত হন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। বর্ষীয়ান নেতার সিওপিডি-র সমস্যাও রয়েছে। তবে বরাবরই হাসপাতালে ভর্তির ক্ষেত্রে অনীহা তাঁর। তাই স্ত্রী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হলেও বাড়িতেই চিকিত্সা চলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে মীরাদেবীর বাড়ি ফেরার পরের দিনই অর্থাত্ ২৫ মে শারীরিক অবস্থার অবনতি হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। অক্সিজেনের মাত্রা ৮০-র কাছাকাছি চলে যায় তাঁর। দুর্যোগের মধ্যে আর বাড়িতে রেখে তাঁর চিকিত্সার ঝুঁকি নেননি চিকিত্সকরা। তাই হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিত্সা করার সিদ্ধান্ত নেওয়া হয়।