Barak UpdatesHappeningsBreaking News

লকডাউনের কথায় প্রতিক্রিয়া বরাক জুড়ে

২৩ আগস্ট: করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি শুক্রবার রাতে দশদিনের লকডাউনের কথা প্রকাশ্যে আনতেই সাধারণ জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ বরাক জুড়ে লকডাউনের কথায় অধিকাংশ সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেছেন৷ তারা দুশ্চিন্তায়, আবার লাগাতার লকডাউন হলে খাওয়া-পরা কোথা থেকে জুটবে৷ সমালোচনায় সরব হয়েছেন শহরের একাংশ সচেতন জনতা৷ তবে অনেকে আবার মনে করেন, কোভিড থেকে বাঁচতে হলে এই সময়ে পূর্ণ লকডাউনই একমাত্র সমাধান৷ বেঁচে থাকার জন্যই খাওয়া-পরার কষ্ট মেনে নিতে হবে৷

শিলচরের বিভিন্ন সংগঠনের ক্ষোভটা আবার অন্য জায়গায়৷ তাঁরা বলেন, কিছুদিন আগে জেলাশাসক কীর্তি জল্লি তাঁদের বৈঠকে ডেকে লকডাউন নিয়ে আলোচনা করেন, সকলের মতামত জানতে চান৷ দীর্ঘ সময় ধরে কথাবার্তার পর সভাতেই স্থির হয়, কাছাড় জেলা থেকে লকডাউনের সুপারিশ করা হবে না৷ এর পরও তিনি কী করে লকডাউনের সুপারিশ করলেন৷ লকডাউনটাই যদি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তবে শহরের বিশিষ্টজনদের বৈঠকে ডাকা হয়েছিল কেন৷ তাঁদের একাংশ আবার আন্দোলনেরও প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ সোমবার কেউ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবেন, কেউ যাবেন জেলাশাসকের কার্যালয়ের সামনে৷  অনেকে আবার স্মারকলিপি প্রস্তুত করে লকডাউন বিরোধিতায় স্বাক্ষর সংগ্রহ করছেন৷

জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন, যাই হোক, বরাক জুড়ে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে৷  তিন জেলাশাসক বিষয়টি চর্চা করে চলেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker