NE UpdatesHappeningsBreaking News
আগরতলায় সুস্মিতার অনুষ্ঠানের আগে লোডশেডিং, জেনারেটর এনে কর্মীসভা
ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বরঃ আগরতলায় শুক্রবার সুস্মিতা দেবের কর্মীসভা শুরুর ঠিক আগে পুরো অনুষ্ঠানস্থল বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়ে। একে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। দুইঘণ্টা অপেক্ষার পর তাঁরা সেখানে জেনারেটর ভাড়া করে নিয়ে কর্মীসভা করেন। উপস্থিত কর্মীদের সুস্মিতা জানিয়ে দেন, এই সব চলতেই থাকবে, এর মধ্যেই সংগঠন গড়ে তুলতে হবে। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে চ্যালেঞ্জ ঠুকে জানিয়ে দেন, এ ভাবে তৃণমূল কংগ্রেসকে ঠেকানো যাবে না। পশ্চিমবঙ্গে যে নরেন্দ্র মোদি, অমিত শাহরাও তৃণমূলের কিছু করতে পারেনি, সে কথা টেনে সুস্মিতার বক্রোক্তি, সে জায়গায় বিপ্লব দেব তো মহড়া মাত্র।
এ দিনের কর্মীসভায় সিপিএম, বিজেপি, কংগ্রেস থেকে দলত্যাগ করে 22জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সুস্মিতা দেব কেন্দ্রীক ওই সভায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ প্রতিমা মণ্ডল এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়া দত্ত-ও উপস্থিত ছিলেন। ব্রাত্য বসু বলেন, 2023 সালে ত্রিপুরায় মা-মাটি-মানুষের সরকার হবে, তা নিশ্চিত হতেই বিপ্লব দেবের সরকার কূটকৌশলে তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।
এ দিন আগরতলা শহরে সুস্মিতা দেবের পদযাত্রার কথা ছিল, শেষে দলের তরফে তা বাতিল করা হয়েছে। তবে কেন বাতিল করা হল, তা জানানো হয়নি।