India & World UpdatesSportsBreaking News
আইপিএল নিলামে সর্বোচ্চ দাম পেলেন স্টার্ক, ২৪.৭৫ কোটিতে কিনল কলকাতা
১৯ ডিসেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের মিনি নিলাম মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এই নিলাম ৮ ঘন্টা ধরে চলেছে। নিলামের এই আসরে ১০টি দল ২৩০.৪৫ কোটি টাকায় ৭২ জন খেলোয়াড়কে কিনেছে, যার মধ্যে ৩০ জন বিদেশী খেলোয়াড় রয়েছেন। মিসেল স্টার্ক এবং প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ান পেস জুটির ওপর এ দিন রেকর্ড সংখ্যক দর হাঁকিয়েছে দলগুলো। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনে ফ্র্যাঞ্চাইজি ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় করেছে। কামিন্সকে ২০.৫০ কোটি টাকায় কিনেছে হায়দরাবাদ।
নিলামে ৯ জন কম খ্যাতনামা ভারতীয় খেলোয়াড় কোটিপতি হয়েছেন। এর মধ্যে উত্তর প্রদেশের সমীর রিজভী ছিলেন সবচেয়ে দামি, তাকে চেন্নাই কিনেছে ৮.৪০ কোটি টাকায়। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার কুশাগরা ৭.২০ কোটিতে দিল্লির খেলোয়াড় হয়েছেন। হর্ষাল প্যাটেল ছিলেন সবচেয়ে দামি ভারতীয়, তাকে পাঞ্জাব কিংস ১১.৭৫ কোটি টাকায় কিনেছে।
নিলামে ৬ জন খেলোয়াড়ের দাম ছিল ১০ কোটি টাকার বেশি। স্টার্ক, কামিন্স এবং হর্ষাল ছাড়াও সিএসকে নিউজিল্যান্ডের ড্যারিল মিসেলকে ১৪ কোটি টাকায় কিনেছে। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার আলজারি জোসেফকে ১১.৫০ কোটি টাকায় আরসিবি অন্তর্ভুক্ত করেছে। যেখানে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার স্পেন্সার জনসন ১০ কোটি টাকায় গুজরাট দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এ দিন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিসেল স্টার্কের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে প্রাথমিক দর কষাকষি শুরু হয়েছিল। দিল্লি ৯.৬০ কোটি টাকা এবং মুম্বাই ১০ কোটি টাকা পর্যন্ত দর হাঁকিয়ে ছিল। এখান থেকেই গুজরাট টাইটানস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দর হাঁকানো শুরু হয়। অবশেষে কলকাতা নাইট রাইডার্স তাকে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে।