India & World UpdatesHappeningsBreaking News
আইইডি বিস্ফোরণ করে পঞ্চায়েত অফিস উড়িয়ে দিল মাওবাদীরা
রাঁচি, ১৮ ফেব্রুয়ারি : ফের মাওবাদী হামলা হল ঝাড়খণ্ডে। একটি পঞ্চায়েত অফিস বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঝাড়খণ্ডের সিংভূম জেলার একটি গ্রামে ঘটেছে এই নাশকতার ঘটনা।
পুলিশ জানিয়েছে, আইইডি ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। মাওবাদীরা এই বিস্ফোরণের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতের বেলায় এই ঘটনা ঘটায় কেউ আহত হননি। তবে পঞ্চায়েত অফিস পুরোপুরি ভেঙে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই গ্রামে। ঘটনার পর থেকেই থমথমে রয়েছে ওই এলাকা। প্রচুর পুলিশও সেখানে মোতায়েন রয়েছে।
ওই জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর ঘটনা নিয়ে বলেছেন, “আইইডি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে পঞ্চায়েত অফিসে। কদমদিহার মাওবাদী দল এই কাজ করেছে।”