NE UpdatesHappeningsBreaking News
অ্যাডভান্টেজ অসম-এর আমন্ত্রণ নিয়ে ব্যাংককে মন্ত্রী কেশব মহন্ত
গুয়াহাটি, ১০ জানুয়ারি : অ্যাডভান্টেজ অসম ২.০-এর আমন্ত্রণপত্র হাতে নিয়ে সুদূর ব্যাংককে গিয়েছেন রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি মন্ত্রী কেশব মহন্ত। সেখানে থাইল্যান্ডের পর্যটন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়ে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। তিনি সেখানে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। তিনি বৈঠকে অসমকে এক আকর্ষণীয় পর্যটন ব্রান্ড হিসেবে উপস্থাপনের বিষয়ে আলোচনা করেন।
থাইল্যান্ডে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন পৌলমী ত্রিপাঠির উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য ও রাষ্ট্রায়ত্ত উদ্যম বিভাগের সচিব ডাঃ এস লক্ষণন, পর্যটন সঞ্চালক রনোজ বরকাকতি এবং মুখ্যমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব অভিষেক জৈন উপস্থিত ছিলেন।