Barak UpdatesHappeningsBreaking News
অসম ও পশ্চিমবঙ্গে সমস্ত অসাম্প্রদায়িক শক্তি একজোট হয়েছে, দাবি শর্মিষ্ঠা মুখার্জির
ওয়েটুবরাক, ২৫ মার্চঃ পশ্চিমবঙ্গে আসাবউদ্দিনের আইএসএফ কিংবা অসমের এআইইউডিএফ, কাউকেই সাম্প্রদায়িক বলে মনে করেন না এআইসিসি মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার শিলচরে এসে তিনি সাংবাদিকদের বলেন, বিজেপিই এখন দেশের বড় সাম্প্রদায়িক দল। তাদের পরাস্ত করতে কংগ্রেসের সঙ্গে এসে সমস্ত অসাম্প্রদায়িক শক্তি জোট বেঁধেছে। তাঁর কথায়, বিজেপি এখন দেশের জন্য হুমকিস্বরূপ। সবাইকে নিয়ে চলার যে ভারতীয় মূল্যবোধ, তাঁদের কাছে সে সবের কোনও মূল্য নেই।
এআইইউডিএফের সাম্প্রদায়িক চরিত্র নিয়ে কংগ্রেসের পুরনো বিবৃতির প্রসঙ্গ উঠলে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব হিমন্ত বিশ্ব শর্মার একটি পেপার-কাটিং সাংবাদিকদের দেখান। সেখানে গগৈ মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি বিজেপিকে সাম্প্রদায়িক বলে দোষারোপ করছেন। এর পরই সুস্মিতা দেব শোনান, তখন তিনি বিজেপিকে সাম্প্রদায়িক বলেছিলেন, এখন এআইইউডিএফকে সাম্প্রদায়িক বলছেন, আবার সরকার গড়ার প্রয়োজনে তিনি এআইইউডিএফ-কেও ডেকে নিতে পারেন। সুস্মিতার কথায়, এ বার অসমে তা হতে দেব না আমরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচরের দলীয় প্রার্থী তমালকান্তি বণিক এবং জেলা কংগ্রেস মুখপাত্র জ্যোতিরিন্দ্র দে-ও।