Barak UpdatesAnalyticsBreaking News
অশান্ত মণিপুরে অন্য রাজ্যের শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি এআইডিএসও-র
ওয়ে টু বরাক, ৮ মে ঃ মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল এআইডিএসও। পাশাপাশি ছাত্রসংস্থা মণিপুরে থাকা অন্য রাজ্যের শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ এক প্রেস বিবৃতিতে বলেন, মণিপুরের মানুষের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে সংগঠন খুবই মর্মাহত ও ব্যথিত। রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে জনগণকে বিভক্ত করার সরকারের অশুভ চক্ৰান্তই এই অবাঞ্ছিত বেদনাদায়ক পরিস্থিতির জন্য দায়ী।
তিনি বলেন, এই দুঃসময়ে মণিপুরের ছাত্র সমাজ ও জনগণের পাশে গোটা সংগঠন রয়েছে। তিনি সংগঠনের পক্ষ থেকে দাবি করেন, মণিপুর সরকারের অবিলম্বে ‘দেখামাত্র গুলির’ নির্দেশ প্রত্যাহার করে নেওয়া উচিত এবং রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি এবং শিক্ষার পরিবেশ পুনরুদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
সংগঠনের পক্ষ থেকে মণিপুরের এবং অন্যান্য রাজ্যের যেসব শিক্ষার্থী সেখানে রয়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র ও মণিপুর সরকারের কাছে দাবি জানানো হয়। পাশাপাশি কেন্দ্র ও প্রতিবেশী রাজ্য সরকারগুলোর যাতে যে সংশ্লিষ্ট রাজ্যের শিবিরগুলিতে আশ্রয় নেওয়া দুস্থ মানুষদের পর্যাপ্ত ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করা হোক সে দাবিও জানানো হয়। সৌরভ মণিপুরের বাম ও গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষ এবং সংগঠনগুলিকে সে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারে যথাসাধ্য চেষ্টা চালাতে আহ্বান জানান।