Barak UpdatesIndia & World UpdatesHappenings
অবৈধভাবে প্রবেশ, চুরাইবাড়িতে ধৃত আফ্রিকান যুবক-যুবতী
১৩ নভেম্বর : অবৈধভাবে অসমে প্রবেশের মুখে ধরা পড়ল আফ্রিকার যুবক-যুবতী। বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ রায়ান ট্রাভেলসের এস২৫সিসি-৮৬৫৮ নম্বরের একটি আগরতলা-গুয়াহাটি বাস চুরাইবাড়ি গেটে দাঁড়ালে পুলিশ রুটিন তল্লাশি চালায়৷ তখনই দুই বিদেশী নাগরিককে তাদের কাগজপত্র দেখাতে বলা হয়। ওলাদিপুডো আকানেজাক নামের যুবক পাসপোর্ট দেখালেও এর মেয়াদ ছয় মাস আগেই ফুরিয়ে গিয়েছে৷ অন্যদিকে, রুথরায়েল আন্দিজির পাসপোর্ট থাকলেও ভিসা শুধুই বাংলাদেশ ভ্রমণের৷ বাংলাদেশ থেকে বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করেছে৷ দুইজনের কারও কাছে প্রয়োজনীয় বৈধ নথি না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে৷
ধৃত যুবকের বাড়ি আফ্রিকার সেনেগালে ও যুবতী কেনিয়ার বাসিন্দা। দুই ভিন্ন দেশের যুবক-যুবতী কেন একসঙ্গে প্রবেশ করল, কেন একের পর এক আফ্রিকান বাংলাদেশ হয়ে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করছে, এ সব জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে৷ এরা অবশ্য শুরু থেকে মুখে কুলুপ এঁটে বসা৷