India & World UpdatesHappeningsSportsBreaking News

অবসরে অশ্বিন

ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর: ৫৩৭টি উইকেটের মালিক তিনি। ৬টি সেঞ্চুরি রয়েছে। ২০১৬ সালের আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার। আইসিসি-র ক্রমতালিকায় একনম্বর বোলার ছিলেন। সেই তিনিই ব্যাট-প্যাড তুলে রাখলেন। আর বল হাতে দেখা যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে।

দেশের ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়ে তিনি সরে গেলেন। ড্রেসিং রুমে নিজের বিদায়ভাষণে ধন্যবাদ জানান রোহিত, কোহলি, গম্ভীরকে।

২০১১-১২ মরশুমে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন অশ্বিন। আরও একটা অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই সরে গেলেন। অশ্বিন বলছেন, ”এই তো মনে হচ্ছে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করে এলাম। তার পরে অনেক পরিবর্তন দেখেছি। রাহুল পাজি সরে গেলেন, শচীন পাজিও তাই। বিশ্বাস করো তোমরা, সবার সময় আসে। আমারও এসেছে। দেশের হয়ে প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করেছি। গত ৪-৫ বছর ধরে আমার সঙ্গে সবার দারুণ এক সম্পর্ক তৈরি হয়েছে। এই চার বছরের প্রতিটি মুহূর্তে আমি উপলব্ধি করেছি আমাদের সম্পর্ক কতটা মূল্যবান, খেলোয়াড় হিসেবেও তাঁরা কতটা মূল্যবান তা আমি বুঝতে পেরেছি।”

রোহিত-বিরাটদের উদ্দেশে অশ্বিন বলছেন, ”আগামীকাল আমি দেশে ফেরার বিমান ধরব। মেলবোর্নে তোমরা কী করছো, কেমন করে খেলছো, সব দেখবো। তোমাদের সবার পারফরম্যান্স আমি দেখবো। আমার মধ্যের যে আন্তর্জাতিক ক্রিকেটারটি রয়েছে, সে হয়তো আজ অবসর নিল কিন্তু আমার ক্রিকেট সত্ত্বা একই থেকে যাবে। অনেক শুভেচ্ছা তোমাদের। যদি তোমাদের কোনও দরকার পড়ে, তাহলে আমাকে ফোন করতে ভুলবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker