Barak UpdatesHappeningsBreaking News
অন্নপূর্ণাঘাট এলাকায় নদীর পার ভাঙছে, আতঙ্কে এলাকাবাসী
পরিদর্শন করে মার্চ ফর সায়েন্সের উদ্বেগ প্রকাশ
ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর : শিলচর অন্নপূর্ণাঘাটের অন্নপূর্ণা মন্দির থেকে প্রায় এক শত মিটারের বেশি নদীর পার ভয়াবহ ভাবে ভাঙছে। এলাকার বাসিন্দারা আতঙ্কে দিনযাপন করছেন। শিলচরের বিধায়ক থেকে শুরু করে বিভাগীয় আধিকারিকরা দেখে গেলেও ভাঙন ঠেকাতে কোনও সদর্থক ভূমিকা পালনে কাউকে দেখা যায়নি।
বৃহস্পতিবার মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টারের এক প্রতিনিধি দল শিলচরের অন্নপূর্ণা ঘাট থেকে নিউ কলোনি পর্যন্ত বরাক নদীর ভাঙন পরিদর্শন করেন। পরে তাঁরা জানান, ভাঙনস্থলে জল তোলার জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি বড় পাইপ রয়েছে, যা যে কোনও সময়ে তলিয়ে যেতে পারে। মার্চ ফর সায়েন্স প্রতিনিধি দলের সদস্যরা হলেন কমল চক্রবর্তী, বিবেক আচার্য, হানিফ আহমেদ বড়ভূঁইয়া, কৃষাণু ভট্টাচার্য, বিশ্বজিত শীল প্রমুখ৷ তাঁরা ক্ষোভের সঙ্গে জানান, বন্যা পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, অক্টোবর মাস থেকে ভাঙা বাঁধ নির্মাণ ও বাঁধের উচ্চতা বৃদ্ধির কাজ শুরু হবে। অথচ আজ পর্যন্ত কোনও পরিকল্পনা সরকারি ভাবে ঘোষণা করা হয়নি, শুধু প্রতিশ্রুতি হিসেবেই রয়েছে। তাই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবি তোলেন প্রতিনিধিরা।
এছাড়াও বৃহস্পতিবার বেতুকান্দি এলাকায় ৮৫ নং বেতুকান্দি এল পি স্কুলের সামনে মার্চ ফর সায়েন্স-এর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বন্যার কারণ অনুসন্ধানে মার্চ ফর সায়েন্স-এর পক্ষ থেকে সংগ্রহ করা তথ্য তুলে ধরেন আশু পাল। এছাড়াও সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নির্মল কুমার দাস, বিবেক আচার্য, হানিফ আহমেদ বড়ভূঁইয়া, বিশ্বজিত শীল প্রমুখ। স্থানীয় মানুষের পক্ষে বন্যার সময়ে ও পরবর্তীতে তাদের সমস্যার কথা তুলে ধরেন শিউলি রাণী দাস৷