India & World UpdatesHappeningsBreaking News

চলল হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন ‘নমো ভারত’

ওয়েটুবরাক, ২১ অক্টোবর : প্রথম হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন পেল ভারত। শুক্রবার উত্তর প্রদেশের সাহিবাবাদ থেকে ভারতের প্রথম হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন ‘নমো ভারত’ দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘নমো ভারত’ ট্রেন দেশকে উৎসর্গ করার পর প্রধানমন্ত্রী বলেন, “নমো ভারত ট্রেনের আধুনিকতা, দ্রুততা এবং আশ্চর্যজনক গতি রয়েছে। এই নমো ভারত ট্রেনটি নতুন ভারতের নতুন যাত্রা এবং নতুন সংকল্পকে সংজ্ঞায়িত করছে।” প্রধানমন্ত্রী এদিন দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ আরআরটিএস করিডোরের ১৭ কিলোমিটার দীর্ঘ অংশও উদ্বোধন করেছেন।

গাজিয়াবাদে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “এটি সমগ্র দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আজ ভারতের প্রথম দ্রুত রেল পরিষেবা – নমো ভারত ট্রেন – শুরু হয়েছে এবং দেশকে উৎসর্গ করা হয়েছে। চার বছর আগে আমিই দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ আঞ্চলিক করিডোর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। আজ সাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত নমো ভারত পরিষেবা শুরু হয়েছে। আমি আগেও বলেছিলাম এবং আজও বলছি।  জিসকা শিলান্যাস হাম করতে হ্যায়, উসকা উদ্ঘাটন ভি হাম হি করতে হ্যায়।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “এই নতুন ট্রেনে, ড্রাইভার থেকে শুরু করে পুরো ক্রু সবাই মহিলা। এটি ভারতে ক্রমবর্ধমান নারী ক্ষমতায়নের প্রতীক।” তাঁর কথায়, “আমি এই অতি-আধুনিক ট্রেনে (নমো ভারত) ভ্রমণের অভিজ্ঞতা লাভ করার সুযোগ পেয়েছি। আমার শৈশব কেটেছে রেলওয়ে প্লাটফর্মে এবং আজ রেলওয়ের এই নতুন রূপ আমাকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। এই অভিজ্ঞতা আনন্দদায়ক। আমাদের নবরাত্রির সময় শুভ কাজ করার ঐতিহ্য রয়েছে। ভারতের প্রথম নমো ভারত ট্রেন আজ মা কাত্যায়নীর আশীর্বাদ পেয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker