NE UpdatesHappeningsBreaking News
অখিল গগৈর ছবি এঁকে ধৃত ৪ শিল্পী
১৯ নভেম্বর: কারাবন্দি অখিল গগৈর ছবি আঁকতে গিয়ে গ্রেফতার হলেন চার চিত্রশিল্পী। পুলিশের দাবি, ছবিতে সরকার ও পুলিশকে নীচু করে দেখানো হয়েছে। সরকারি দেওয়ালে ইচ্ছেমতো ছবি আঁকা যায় না। তার জন্য আগাম অনুমতি প্রয়োজন।
আটক শিল্পীদের দাবি,প্রায় ১১ মাস ধরে অখিল গগৈকে অন্যায়ভাবে আটকে রেখেছে সরকার। শিল্পের মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। কারণ মানবাধিকার ভঙ্গের এমন ঘটনায় শিল্পীরা চুপ থাকতে পারে না। পুলিশ কিছুক্ষণ আটক রাখার পরে সরকারি আর্ট কলেজের চার প্রাক্তনীকে জাতীয় সড়কে লালমাটি এলাকায় নিয়ে গিয়ে আঁকা ছবি সাদা রঙে ঢেকে দিতে বাধ্য করে। ছবিটি তাঁরা চার দিন আগে এঁকেছিলেন। বিভিন্ন মহল থেকে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়। বলা হয়, তারা শিল্পীদের মতপ্রকাশের অধিকার খর্ব করছে। কোনও ধরণের সমালোচনাই সহ্য করতে পারছে না বিজেপি সরকার।