Barak UpdatesCultureBreaking News

ভাবীকালের যুব নাট্য কর্মশালা ১২ জুন থেকে
Youth Theatre Worshop of Bhabikal from 12 June

৭ জুন : আগামী ১২ জুন থেকে শিলচরের নাট্যসংস্থা ভাবীকালের উদ্যোগে স্থানীয় রাজীব ভবনে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী এক যুব নাট্য কর্মশালা। এই কর্মশালা চলবে প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। শেষ হবে ১৬ জুন। এই যুব নাট্য কর্মশালায় আমন্ত্রিত প্রশিক্ষক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব তথা বাংলাদেশের ঢাকা থেকে আসা অনন্ত হীরা এবং আসামের গুয়াহাটি থেকে নিরঞ্জন ভুঁইয়া। তাছাড়াও এই নাট্য কর্মশালার সঞ্চালক হিসেবে থাকবেন ভাবীকালের নির্দেশক
শান্তনু পাল।

প্রসঙ্গত, গত ২০০৮ সাল থেকে এই উপত্যকায় এবং উপত্যকার বাইরে ভাবীকাল এবং কলা অ্যাকাডেমি যৌথভাবে নাট্য শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে নানা কর্মশালার আয়োজন করে আসছে। ফলস্বরূপ সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন নাট্য শিল্পের প্রতি আকর্ষণ বাড়ছে, তেমনি এই উপত্যকায় ও উপত্যকার বাইরেও অগণিত নাট্যশিল্পীর আগ্রহ তৈরি হয়েছে। বিগত দিনে যেসব স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, অবিনাশ দেশপান্ডে, বিজয় কুমার, অদ্রিজা দাসগুপ্ত, মনোজ শইকিয়া, কস্তুরী চ্যাটার্জি, কুশল ডেকা এবং রুদ্র প্রসাদ সেনগুপ্ত।

ভাবীকাল ও কলা অ্যাকাডেমি ভাবী প্রজন্মের স্বার্থে আসন্ন এই যুব নাট্য কর্মশালাকে সার্বিকভাবে সার্থক করে তোলার জন্য এতদঞ্চলের প্রত্যেক নাট্যপ্রেমী জনসাধারণের কাছে বিশেষ ভাবে অনুরোধ জালিয়েছে। এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন যুব নাট্য কর্মশালার আহ্বায়ক পল্লব ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker