Barak UpdatesBreaking News

তলোয়ার নিয়ে ব্যাঙ্কে, ধৃত যুবক
Youth held for entering bank with sword

২৪ জানুয়ারি : পাসবুক আপডেট করার জন্য তলোয়ার নিয়ে ব্যাঙ্কে ঢুকে পুলিশের হাতে ধরা পড়ল এক গ্রাহক। শুধু নিয়ে ঢোকা নয়, দয়াময় দাস নামে ৩৫ বছরের যুবকটি তরোয়াল বের করে ব্যাঙ্ককর্মীকে হুমকিও দেয়। বৃহস্পতিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তারাপুর ইউবিআই শাখায়।

এ দিন সকাল ১০টা নাগাদ একজন গ্রাহক খুব সাধারণ ভাবেই ব্যাঙ্কে আসে। সঞ্জয়পদ দাস নামে এক কর্মীকে সে পাসবুক আপডেট করে দিতে বলে। তিনি ছেঁড়া বই প্রিন্টার টানে না বলতেই সে তলোয়ার উঁচিয়ে ধরে। ব্যাঙ্ককর্মী তখন চটজলদি একটি অ্যালার্ম বাজিয়ে দেন। আর সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের মাধ্যমে খবর চলে যায় পাশে পুলিশ ফাঁড়িতে।

এ দিকে স্থানীয় জনগণ অ্যালার্মের শব্দ শুনে বুঝতে পারেন, ব্যাঙ্কের শাখায় কিছু একটা হয়েছে। কয়েকজন বাইরে থেকে শাটার লাগিয়ে দেন। ততক্ষণে অবশ্য পুলিশও চলে আসে। কিন্তু তার আগে এই লোকটি ধারালো অস্ত্র নিয়ে ব্যাঙ্কে ত্রাস সৃষ্টি করে রাখে। কয়েকটি কম্পিউটারও ভেঙে ফেলে। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

দয়াময় দাসের অভিযোগ, বাড়ি শিলচর শহরের মালিনীবিলে। একই ব্যাঙ্কের মেহেরপুর শাখায় তাঁর অ্যাকাউন্টটি ছিল। বহু দিন ঘোরাঘুরি করে একে তারাপুর শাখায় আনতে সমর্থ হয়। এ বার পাসবুক আপডেট করার জন্য তিনদিন ধরে ব্যাঙ্কে যাচ্ছে। এক-এক দিন এক-এক কারণে ফিরিয়ে দেওয়া হয়। তার কথায়, ছেঁড়া বই প্রিন্টার টানবে না, এটা চতুর্থ কারণ। চতুর্থ দিনে এ কথা জানানো হয়েছে তাকে। ব্যাঙ্কের পক্ষ থেকে অবশ্য এ সব অস্বীকার করে তার বিরুদ্ধে অর্থ লুটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এজাহার দিয়ে বলা হয়েছে, পাসবুক আপডেটের নাম করে ভেতরে ঢুকে অর্থলুটের চেষ্টা করেছিল দয়াময়। সঞ্জয় বুদ্ধি করে অ্যালার্ম বাজিয়ে দেওয়ায় তার পরিকল্পনা ভেস্তে যায়।

পুলিশ জানিয়েছে, তদন্তে নেমেছেন তারা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker