NE UpdatesHappeningsBreaking News
Youth from Tripura dies of Coronavirus করোনা ভাইরাসে ত্রিপুরার যুবকের মৃত্যু
২৯ জানুয়ারি : করোনা ভাইরাসের সংক্রমণে ত্রিপুরার এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৩ বছর বয়সী মনির হোসেন ত্রিপুরার মূল বাসিন্দা হলেও তিনি থাকতেন মালয়েশিয়ায়। মনির হোসেন মালয়েশিয়ায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন এবং সেখানেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
মনির হোসেনের বাবা জানিয়েছেন, বুধবার সকালে তিনি মালয়েশিয়া থেকে একটি টেলিফোন যোগে তাঁর ছেলের মৃত্যুর খবর পান। সেই ফোনকলের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, মঙ্গলবার রাতে মালয়েশিয়ার একটি হাসপাতালে মনিরের মৃত্যু হয়েছে। মনিরের পরিবার রয়েছে ত্রিপুরা বিশালগড় মহকুমার অন্তর্গত পুরাথল রাজনগর পঞ্চায়েতে। তাঁর বিয়ে হয় ২০১৬ সালে। ২০১৮ মনির ত্রিপুরা থেকে মালয়েশিয়ায় কাজের জন্য গিয়েছিলেন। মৃত মনিরের আরও তিন ভাই ও এক বোন রয়েছে।
এই মৃত্যুর খবর পেয়ে পুরো পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে। পরিবারের পক্ষ থেকে মনিরের মৃতদেহ মালয়েশিয়া থেকে এ দেশে নিয়ে আসার অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, চীনে বর্তমানে করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। এ পর্যন্ত সেদেশে শতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে।