Barak Updates

তারুণ্যের জয়গান গেয়ে যুব দিবস শিলচরে
Youth Day celebrated with pomp & splendour at Silchar

১৯ আগস্ট : যুব সমাজের উন্নয়নের বার্তা দিয়ে আন্তর্জাতিক যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হল কাছাড়ে। মূলত ১২ আগস্ট ছিল যুব দিবস। তবে পবিত্র ঈদের জন্য এর আনুষ্ঠানিক উদযাপন পিছিয়ে ১৯ আগস্ট করা হয়েছিল। আর সে অনুযায়ী সোমবার এক শোভাযাত্রার মধ্য দিয়ে হয় অনুষ্ঠানের সূচনা।

শিলচর সিভিল হাসপাতালে এই র‍্যালি উদ্বোধন করেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি। এই ‘ওয়াক অব লাইফ’ এ বিভিন্ন ক্ষেত্র থেকে যুবারা অংশ নেন। পরে শিলচরের বঙ্গভবনে এক আলোচনা সভা আয়োজিত হয়। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ছিলেন মুখ্য অতিথি হিসেবে। তাছাড়া এডিসি রাজীব রায়, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুদীপজ্যোতি দাস, এসডিএমও ও এইচও ডাঃ অজিত ভট্টাচার্য, রাজীব শর্মা সহ বহু বিশিষ্ট জনেরা সামিল ছিলেন।

ডিসি লায়া মাদ্দুরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানন। এই কর্মসূচির উদ্দেশ্যও ব্যাখ্যা করেন তিনি। প্রত্যেক বক্তাই তারুণ্যের বিকাশ নিয়ে কথা বলেন। যুব প্রজন্মের বিকশিত চিন্তাধারাই দেশ ও সমাজকে উন্নয়নের দিশা দেখাতে পারে। একথা যেমন তরুণ-তরুণীদের মনে রাখা দরকার, তেমনি যুব প্রজন্মকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব-দায়বদ্ধতা রয়েছে সমাজের অভিভাবকদেরও। কার্যত, এসব প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবাঞ্জন মুখোপাধ্যায় ও সুমন চৌধুরী।

এদিকে, যুব দিবসের কর্মসূচিতে বিতর্ক, কুইজ, শর্ট ফিল্ম, পোস্টার মেকিং সহ আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পর্তুগালের রাজধানী ব্রিসবনে আয়োজিত হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেস্পন্সিবল ফর ইয়ুথ’। সালটা ১৯৯৮। আর সেই সম্মেলনেই তারুণ্যের বিকাশে পথচলায় একজোট হয়েছিলেন সবাই। ১২ আগস্ট নির্দিষ্ট দিনকে আন্তর্জাতিক যুব দিবস ঘোষণার প্রস্তাব হয় সর্বসম্মতভাবে। ১৯৯৯ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে দিনটিকে স্বীকৃতি দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker