NE UpdatesHappeningsBreaking News

গুয়াহাটিতে ৩টি স্থান কনটেনমেন্ট জোন

৫ জুন : করোনা ভাইরাসের নতুন সংক্রমণের প্রেক্ষিতে গুয়াহাটি শহর এলাকার তিনটি স্থানকে নতুন কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে কামরূপ মেট্রো জেলা প্রশাসন। শহর এলাকার বাথৌ নগর, মালিগাওয়ের কৃষ্ণনগর ও গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারকে নতুন কনটেনমেন্ট জোন হিসেবে জেলা প্রশাসন ঘোষণা করে। গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদির শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি ধরা পড়ার পরই এই এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। এই কনটেনমেন্ট জোনের সীমা হচ্ছে উত্তরে কফি বোর্ড, দক্ষিণে এডজাসেন্ট রোড, পূর্বে এসএসবি ক্যাম্প ও পশ্চিমে কেন্দ্রীয় কারাগারের মূল গেট।

Rananuj

মালিগাও কৃষ্ণনগরের সীমা হচ্ছে, উত্তরে কৃষ্ণনগর পথ, দক্ষিণে মিঠা আমতল, পূর্বে আদিংগিরি গ্রাম ও পশ্চিমে আদিংগিরি রাস্তা। অন্যদিকে বাথৌনগর কনটেনমেন্ট জোনের সীমা হচ্ছে, উত্তরে ফাকুরাম বাড়ি, দক্ষিণে চিড়িয়াখানা চত্বর, পূর্বে জাপরিগোগ ও পশ্চিমে গ্রামের রাস্তা। কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা এলাকায় ১৪ দিনের জন্য কেউ যেতে পারবেন না বা সেই অঞ্চল থেকে কোনও ব্যক্তি বেরিয়ে আসতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker