Barak UpdatesHappeningsBreaking News

কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে শিলচরের তরুণ চিকিৎসকের মৃত্যু
Young doctor from Silchar, medical officer of Kalinagar PHC passes away

৩০ ডিসেম্বর: মাত্র ২৬ বছর বয়সে শিলচর রংপুরের মেধাবী ছাত্র তথা তরুণ চিকিৎসক হাবিব আহমেদ বড়ভুইয়ার জীবনদীপ নিভে গেল৷ শিলচর মেডিক্যাল কলেজের ২০১৪-১৫ ব্যাচের ছাত্র হাবিব এনএইচএমের অধীনে কালীনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিযুক্ত ছিলেন৷ মঙ্গলবার রাতে তিনি হাসপাতালেই কর্তব্যরত অবস্থায় দুইবার বমি করেন৷ বুধবার সকালে আচমকা অস্বস্তি বোধ করতে থাকেন৷ হাসপাতালের কর্মীরাই তাঁকে শিলচরের গ্রিনহিলস হাসপাতালে নিয়ে আসেন৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

কী করে মারা গেলেন এমন তরতাজা যুবক, প্রশ্নের উত্তর খুঁজতে পোস্টমর্টেম করার সিদ্ধান্ত হয়েছে৷ তাই এই সময়ে হাবিবের দেহ মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে৷ বৃহস্পতিবার সকালে পোস্টমর্টেম করা হবে৷

হাবিব রেখে গিয়েছেন বাবা, মা,  দাদা ও বোন সহ অসংখ্য আত্মীয়পরিজন, বন্ধুবান্ধবদের৷ তাঁর বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে অনেকদিন ধরে শয্যাশায়ী৷ দাদা রোমান আহমদ বড়ভুইয়াও চিকিৎসক৷ তিনি বর্তমানে তেজপুরে কর্মরত৷

হাবিবের মৃত্যুতে বুধবার সন্ধ্যায় শিলচর মেডিক্যাল কলেজের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন ও ছাত্র সংসদ যৌথভাবে শোকসভার আয়োজন করে৷ অধ্যক্ষ বাবুলকুমার বেজবরুয়া সহ কলেজের বেশ কয়েকজন শিক্ষক, চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন৷ ব্যাচমেট ও জুনিয়রদের কাছে হাবিব অত্যন্ত প্রিয় ছিলেন৷ চিকিৎসাশাস্ত্র পড়লেও পদার্থবিদ্যা এবং কম্প্যুটারে তাঁর যথেষ্ট জ্ঞান ছিল৷ সমসাময়িক অন্যান্য বিষয়েও বেশ জানতেন, স্মৃতিচারণ করেন তাঁর ব্যাচমেট ডা. দ্বৈপায়ন দেব৷

শোকসভায় জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্টস ইউনিয়ন তাঁর মৃত্যুতে সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন৷ তাঁরা বলেন, কর্তব্যরত অবস্থায় তরুণ চিকিৎসকের মৃত্যুতে সরকার তাঁর পরিবারে একটা মোটা অঙ্কের অর্থ প্রদান করুক৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker