Barak UpdatesHappeningsBreaking News

নিরাময় ট্রাস্টের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন সরভেশ-প্রমিতি
Yoga championship by Niramaya School of Yoga attracts huge appreciation

ওয়েটুবরাক, ২১ জুন: ভার্চুয়াল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে শিলচরের নিরাময় ট্রাস্ট অ্যান্ড স্কুল অব যোগ। সকাল থেকেই ছিল নানা কর্মসূচি। তিনটি পর্যায়ে পড়ুয়া, শিক্ষক সহ দেড়শ’র বেশি যোগপ্রেমী অংশ নেন। সন্ধ্যে সাড়ে ছটা থেকে হয় জাতীয় যোগাসন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা। ‘যোগ দিবস মাস’ উদযাপনের অঙ্গ হিসেবে ৭ থেকে ৮ জুন হয়েছিল এই ‘তুষার দেশমুখ্য মেমোরিয়াল অনলাইন ওপেন অল ইন্ডিয়া যোগাসন চ্যাম্পিয়নশিপ’। মোট ১২ টি বিভাগে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১ হাজার প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন বিভাগে যাঁরা প্রথম স্থান দখল করেন, তাঁরা হলেন সমৃদ্ধি দাস, সৌরাশিস দাস,অনুষ্কা চ্যাটার্জি, সরভেশ কে, প্রমিতি বর্মন, স্বস্তিক ভট্টাচার্য, সৌমিলি সাহা, যিশু হালদার, অনন্যা বেরা, গোপাল রক্ষিত, সুনিতা দে সন্ত্রা ও সাগর ঘোষ। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছেন সরভেশ কে ও প্রমিতি বর্মন। গোটা প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ‘যোগ এরা’ কলকাতা ও যোগ অবজেক্টিভ গাইডলাইন অ্যাসোসিয়েশন।

Rananuj

পুরস্কার ঘোষণার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অতিথিরা। মুখ্য বক্তা ছিলেন সিঙ্গাপুর থেকে যোগগুরু আদিনাথ চৌধুরী। তাছাড়া শিলচর এনআইটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. দীপঙ্কর ভঞ্জ ও ড. সুজিত নাথ, আহমেদাবাদ আইআইটিএএম-এর ড. গৌতম চৌবে, মধ্যপ্রদেশ পরম যোগ-এর কেন্দ্রীয় সংস্থান থেকে শ্বেতা কালে, কলকাতা ফরটিস হাসপাতাল এর চিকিৎসক ডাঃ সৌরভ চৌধুরী, গতি দৈনিকের সম্পাদক মনমোহন মিশ্র, নিরাময় স্কুল অব যোগ-এর চেয়ারম্যান ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, যোগ অবজেক্টিভ গাইডলাইন অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মণ্ডল ও সম্পাদক গৌরাঙ্গ সরকার অংশ নেন আলোচনায়।

 

No description available.বাবা তুষার দেশমুখ্যের স্মৃতিতে জাতীয় যোগাসন প্রতিযোগিতার সবকটি বিভাগের পুরস্কার দিয়েছেন তাঁর ছেলে তুহিন দেশমুখ্য। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্যও রাখেন তুহিন। সঞ্চালনায় ছিলেন দুই যোগ প্রশিক্ষক শিলচরের রাহুল চক্রবর্তী ও করিমগঞ্জের সঞ্জীব দাস।

June 21: Around 1000 participants from various states across India, participated in the week long virtual Yoga championship organized by Niramaya School of Yoga in joint collaboration with Yoga Era and YOGA. The all India championship was organised in memory of Tushar Deshamukhya, an ex-banker of UBI and resident of Narsingtola Silchar. The prize distribution ceremony was held on 21 June on the auspicious occasion of International day of Yoga.

No description available.Eminent personalities from different departments were invited to announce the winners from 12 different categories. To name a few, assistant professors from NIT Silchar, Dr. Dipankar Bhanja and Dr. Sujit Nath, yoga expert from Singapore, Shri Adinath Chowdhury, Assistant Professor Department of Mechanical and Aerospace engineering, IITRAM, AHEMDABAD, Dr. Gautam Chaubey, Physician of Fortis hospital, Dr. Suvan Chowdhury, Editor of GATI Manmohan Mishra, Chairman of Niramaya School of Yoga, Dr. Ajit Bhattacharjee, yoga objective guideline association’s president Mr. Uttom Mondol and Secretary, Mr. Gauranga Sarkar.

The event was held live in Facebook with the help & technical support provided by Yoga trainer Sanjiv Das of Karimganj. Rahul Chakraborty hosted the show which last for around 2 hours.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker