Barak UpdatesBreaking News
কুষ্ঠ রোগ দিবস, ২০১৯: বিশেষ তথ্যWorld leprosy Day, 2019: Important Facts
১. আপনার চর্মরোগ বিশেষজ্ঞই আপনার কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ। প্রয়োজনে উনার সাথে যোগাযোগ করুন।
২. চিকিৎসা দ্বারা কুষ্ঠ রোগের সম্পূর্ণ নিরাময় হয়।
° মাল্টি ড্রাগ থেরাপি(MDT) (কয়েকটা এন্টিবায়োটিকের একত্রে ব্যবহার) দ্বারা কুষ্ঠ রোগ সম্পূর্ণ সেরে উঠে।
° কুষ্ঠ রোগজনিত যেকোনো শারীরিক অক্ষমতার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে৷
° সরকারী চিকিৎসালয়ে MDT বিনামুল্যে উপলব্ধ।
৩. প্রাথমিক অবস্থায় রোগ নির্নয় এবং চিকিৎসা করালে অক্ষমতা প্রতিরোধ করা যায়।
° গোড়ার দিকে কুষ্ঠ রোগ সনাক্ত করে উপযুক্ত চিকিৎসা এবং সম্পূর্ণ কোর্স পুরো করলে কুষ্ঠ রোগের জন্য হওয়া অক্ষমতা প্রতিরোধ করা যায়।
৪. কুষ্ঠ রোগ বংশগত নয়
°মাতাপিতা থেকে সন্তানদের শরীরে কুষ্ঠ রোগের বংশগত সঙ্ক্রমণ হয় না।
৫. শারীরিক স্পর্শের ফলে কুষ্ঠ রোগ ছড়ায় না।
°হাত মিলানো, একসাথে খেলাধুলা এবং একই কার্যালয়ে কাজ করলে কুষ্ঠ রোগ ছড়ায় না।
৬. কুষ্ঠ রোগ কোনো অভিশাপ নয়
°এই রোগের কারণ হচ্ছে একটি জীবাণু (M.leprae)। এই জীবাণু দেহের চামড়া ও স্নায়ুকে আক্রমণ করে।
৭. সম্পূর্ণ নিরাময়ের জন্য নিয়মিত MDT গ্রহণ করা বাধ্যতামূলক
° নিয়মিত MDT ব্যবহারের ফলে কুষ্ঠ রোগ সেরে উঠে, অক্ষমতা প্রতিরোধ করা যায় এবং অন্যের শরীরে রোগ সঙ্ক্রমণ বন্ধ হয়
৮. কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির জীবিকা নির্বাহের পুরো অধিকার আছে।
° চলুন ওদের এই অধিকারের আশ্বাস দেই।
৯. কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির জীবন ধারণের ও মানবিক সম্মান পাওয়ার পুরো অধিকার আছে।
° চলুন ওদের এই অধিকারের আশ্বাস দেই।
১০. দুই বৎসরের অধিক সময় ধরে কোনো চিকিৎসা না করানো কুষ্ঠ রোগীর সংস্পর্শে আসলে রোগ সঙ্ক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।
° আপনি কি কোনো চিকিৎসা না করানো কুষ্ঠ রোগীকে চিনেন ? তাদেরকে অতি সত্তর কোনো সরকারী চিকিৎসালয়ে অথবা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবার নির্দেশ দিন।
১১. সরকার ছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থা ও এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে । মনে রাখবেন একজন নতুন মানুষ আক্রান্ত হওয়া মানে শুধু ওই ব্যক্তির ক্ষতি তা নয় । সুচিকিতসা নাহলে আমাদের সমাজেই আরেক নতুন দিব্যাংগ মানুষের সৃষ্টি হওয়া । তাই অতি সত্বর চিকিত্সকের পরামর্শ নেওয়া ।
১২.কুষ্ঠ রোগের জন্য শারীরিক কোনো অংগ ক্ষয় হলে সরকারি হাসপাতালে গিয়ে বিকলাঙ্গ সার্টিফিকেট সংগ্রহ করা । ইহার মাধ্যমে লাভ করতে পারেন দিন দয়াল দিব্যাংগ পেনশন । যা প্রতি মাসে ১000 টাকা আপনার চিকিত্সা চলাকালীন পুষ্টিকর খাদ্য গ্রহণের জন্য খুব সাহায্যকারী হতে পারে ।
শপথ বাক্য:
° আমরা ( শহর/ নগর/ জেলার নাম) ঘোষণা করছি যে আমরা যে কোনো ভাবেই আমাদের শহর/ নগর/ জেলাকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করব I
° আমরা সব কুষ্ঠ রোগীদের অতি শীঘ্রই সন্ধান করার সম্পূর্ণ প্রচেষ্টা করব।
° আমরা এই কার্য সম্পাদন করার উদ্দেশ্যে আমাদের জেলায় উপলব্ধ সর্বপ্রকার সম্পদ ব্যবহার করব।
°একই সঙ্গে আমরা ঘোষণা করছি যে আমরা কুষ্ঠ রোগীদের সাথে বৈষম্যমূলক আচরণ করব না এবং অন্য কাওকে ভেদাভেদ করতে দেব না।
° আমরা স্বতন্ত্রভাবে এবং সম্মিলিতভাবে কাজ করব যাতে কুষ্ঠ রোগীদের সামাজিক কলঙ্ক এবং ওদের সাথে হওয়া বৈষম্যের প্রথা ঘুচাতে পারি।
N.B: The day is celebrated every year on the occasion of Mahatma Gandhis Death anniversary on 30th January.
Written by: Dr. Arup Paul. Skin Specialist, Silchar Medical College.
Dr. Kanakdeep Sharma. Social activist.
Mithun Roy. Secretary, SAKSHAM NGO.