India & World UpdatesBreaking News

চিটফান্ড মামলায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় গ্রেফতার
Journalist Suman Chatterjee arrested in chit fund case

২০ ডিসেম্বরঃ চিটফান্ড মামলায় অসহযোগিতার অভিযোগে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। দুপুরে তাঁকে সল্টলেকে সিবিআই-এর দফতরে ডাকা হয়েছিল। সেখানেই তাঁর নানা কথায় অসঙ্গতি ধরা পড়ে বলে সিবিআই জানিয়েছে। আগামীকাল, শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হবে তাঁকে।

Rananuj

সুমন চট্টোপাধ্যায়ের ‘একদিন’ পত্রিকার সঙ্গে আইকোর নামে এক চিটফান্ড সংস্থার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এই কারণেই একসময় পত্রিকাটির নাম হয়ে যায় ‘আইকোর একদিন’। অভিযোগ, আইকোর-এর বেআইনিভাবে অর্জিত টাকা সুমনবাবুর ব্যক্তিগত অ্যাকাউন্টে যেমন জমা রয়েছে। তেমনি আছে নিজের কোম্পানির অ্যাকাউন্টেও।

আইকোর-এর মালিক অনুকূল মাইতিকে অবশ্য আগেই গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করেই সুমন চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। সারদা চিটফান্ডের কাছ থেকেও পাঁচ কোটি টাকা নিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ২০১৪ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুমনবাবুকে সে নিয়ে জেরা করেছিল।

সুমন চট্টোপাধ্যায় তিন দশকেরও বেশি সময় বাংলা ভাষায় সাংবাদিকতা করছেন। টেলিভিশন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বর্তমানে একটি বাংলা দৈনিকের সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker