India & World UpdatesHappeningsBreaking News

ভারতকে ১ বিলিয়ন ডলার বিশ্বব্যাঙ্কের
World Bank offers $1 billion aid to India to fight COVID-19

১৫ মে: ভারতের সামাজিক সুরক্ষা খাতে ১ বিলিয়ন ডলার আর্থিক সাহায্যের মঞ্জুরি দিল বিশ্বব্যাংক। করোনা সংকট মোকাবিলার ক্ষেত্রে যখন ভারতের আর্থিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠছে খুব, তখনই ২০ লক্ষ কোটির বিশেষ প্যাকেজ ঘোষণা করে চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবারে আরেক স্বস্তির খবর দিল বিশ্বব্যাংক। দেশের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে এক নতুন মাত্রায় পৌঁছাতে এরা সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের দিকে। দেশের জন্য ১ বিলিয়ন ইউএস ডলারের বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা করা হল বিশ্বব্যাংকের তরফে। শুক্রবার এই মঞ্জুরি দেয় বিশ্ব ব্যাংক। বিশেষ করে ভাইরাস বিপর্যয়ে দুর্ভোগে পড়া পরিযায়ী শ্রমিক ও প্রত্যন্ত এলাকার গরিব জনতা এই আর্থিক অনুদানে লাভবান হবেন। ভারতের চারশোর বেশি সামাজিক সুরক্ষা প্রকল্পকে প্রযুক্তিগতভাবে উন্নীত করবে এই আর্থিক সাহায্য, একথাও স্পষ্ট করে ব্যাংক।

বিশ্বব্যাংকের এক পদস্থ আধিকারিক বলেন, পিছিয়ে পড়া এলাকায় বিভিন্নভাবে সামাজিক সুরক্ষার জায়গাটা পাকাপোক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে এই তহবিল। প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর প্রকল্প’কেও এদিন সময়োপযোগী বলে উল্লেখ করেন তিনি। আরও বলেন, করোনা পরবর্তী সময়ে জীবন-জীবিকা বাঁচাতে এমন পরিকল্পনা জরুরি ছিল।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা বিপর্যয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশকে সহায়তার উদ্যোগ নেয় বিশ্বব্যাংক। এই খাতে গত মাসে ১৬০ বিলিয়ন মঞ্জুর করে ব্যাংক। প্রথম দফায় ২৫ ও দ্বিতীয় দফায় ৪০টি দেশকে আর্থিক সাহায্য দেওয়া হয়। তার মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয় ভারতই।

গরিবদের স্বার্থের দিকে নজর রয়েছে ভারতের। তাই সরকারের সঙ্গে মিলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত যাবতীয় প্রকল্পে একসঙ্গে কাজ করতে চায় বিশ্বব্যাংক। মূলত এজন্যই ১০০ কোটি মার্কিন ডলারের এই মঞ্জুরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker