Barak UpdatesHappeningsBreaking News

করোনা টেস্টে বাধা, কালাইন চা বাগানের ৪ শ্রমিক ধৃত
Workers misbehaves with medical team & obstructs from doing Covid test, 4 arrested

ওয়েটুবরাক, ২ জুনঃ কাছাড়ের কয়েকটি চা বাগানে অনেকদিন ধরে করোনার সংক্রমণ চলছে। একে প্রতিহত করার জন্য জেলা প্রশাসন ওইসব বাগানে ব্যাপক হারে কোভিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার কালাইন বাগানে গিয়েছিলেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। কিন্তু একাংশ বাগান শ্রমিক কোনওমতেই কোভিড টেস্টের কাজ করতে দিচ্ছিল না। বারবার তাদের কাজে বাধা দিচ্ছিল। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে এরা। পরে ডা. এস ভৌমিক পুলিশে জানাতে বাধ্য হন। তাঁর এজাহারের ভিত্তিতে রাতে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। ধৃতরা হল বাবুল ওরাঙ, মধু তেলি, বিপন তেলি এবং অজয় মির্ধা। এরা সবাই সিন্দুরা ফাঁড়ি বাগানের বাসিন্দা৷ চারজনকেই আজ বুধবার আদালতের নির্দেশে জেলে পাঠানো হয়েছে।

কাছাড়ের পুলিশ সুপার বৈভব নিম্বলকর চন্দ্রকান্ত জানিয়েছেন, জেলা পুলিশ নিজে থেকেও কাটিগড়া থানায় একটি মামলা দায়ের করেছে। ধৃত চারজনকে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ছাড়াও দুর্যোগ মোকাবিলা আইনের ৫১ নং ধারা এবং আসাম মেডিক্যাল সার্ভিসেস পার্সনস অ্যান্ড মেডিকেয়ার সার্ভিসেস ইনস্টিটিউট অ্যাক্টের ৪ নং ধারায়ও অভিযুক্ত করা হয়েছে। দ্রুত তদন্তক্রমে তাঁরা এর চার্জশিট পেশ করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker