HappeningsBreaking News

হাসতে হাসতেই সোনা-রুপা তুলে দিলেন লুঠেরাদের হাতে
Strange yet true: Women laughs non-stop & gives away her gold ornaments to miscreants

১৮ জুনঃ হাসতে হাসতেই ঘরের সোনা-রুপা চোরের হাতে তুলে দিলেন গৃহকর্ত্রী। অসমের বিশ্বনাথ জেলার ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, লাফিং গ্যাস শুঁকিয়ে সব নিয়ে গিয়েছে দুই যুবক।

Rananuj

গৃহকর্ত্রী হাসছেন। আর তাঁর চোখের সামনে একে একে সোনার গয়না ব্যাগে ভরছে তারা। মনে মনে ফুঁসলেও মুখে হেসেই চলেছেন তিনি। অবস্থা থেকে খোদ লুঠেরারাও হাসছে। এমন অভিনব কায়দায় লুঠের ঘটনা রাজ্যে আগে আর হয়নি। পুলিশ জানায়, কুবিগড় এলাকার বাসিন্দা ওই মহিলার বাড়িতে সেলসম্যান পরিচয় দিয়ে ঢোকে দুই যুবক।

এরপর তাঁর নাকে নাইট্রাস অক্সাইট বা লাফিং গ্যাস মাখানো রুমাল চেপে ধরে। তিনি হাসতে শুরু করেন। দুই লুঠেরা তাঁর হাত, গলা থেকে সব সোনার গয়না খুলে নেয়। আলমারি খুলেও সোনার গয়না ব্যাগে ভরে। হাসতে হাসতে চোখের সামনে লুঠের ঘটনা দেখতে থাকেন গৃহকর্ত্রী। হাসি থামার পরে কাঁদতে কাঁদতে বিশ্বনাথ থানায় গিয়ে এফআইআর করেন। কিন্তু ততক্ষণে লুটেরা-দ্বয় উধাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker