Barak UpdatesHappeningsBreaking News
ঘুষ নিতে গিয়ে ধৃত করিমগঞ্জ ডিটিও অফিসের কর্মী
ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর : করিমগঞ্জের জেলা পরিবহন আধিকারিক কার্যালয়ে (ডিটিও) বুধবার হানা দিল মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এনফোর্সমেন্ট টিমের কনস্টেবল আবু সালেহ জাকারিয়া। ভিজিলেন্স টিম জেলা পরিবহন আধিকারিক সাহাবুদ্দিন তপাদারকেও নানা ইস্যু টেনে জেরা করে।
প্রসঙ্গত, ধৃত জাকারিয়া কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিনের ভাই। তাঁর উৎকোচ গ্রহণ ও ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ তাঁকে ধরে নিয়ে যাওয়ার সময় সমবেত জনতা চোর চোর বলে আওয়াজ তোলেন৷ তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে জেলা পরিবহন বিভাগের সদর কার্যালয়ে৷
বুধবার সন্ধ্যায় অ্যান্টি করাপশনের একটি দল জাকারিয়াকে দশ হাজার টাকা উৎকোচ গ্রহণের সময় হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তাঁরা ডিটিওকেও জেরা করেন৷ তবে তদন্তের স্বার্থে তারা এ মুহুর্ত্বে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ।